আমাদের কথা খুঁজে নিন

   

১৫ই আগস্ট

ব্লগের পাঠক

১৫ই আগস্ট কী তা আজ কাউকেই বলে দেওয়ার দরকার হয়না। ১৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা রক্তাক্ত দিন। ১৫ই আগস্ট সদ্য স্বাধীন দেশে ঘটে যাওয়া একটি নারকীয় হত্যাযজ্ঞের দিন। দেশের এক অবিসংবাদিত নেতা, যাকে আবাল-বৃদ্ধ-বনিতা এক বাক্য ডাকে বঙ্গবন্ধু বলে, ১৫ই আগস্ট তার বিদায় দিন। ১৫ই আগস্ট কোটি কোটি জনতার শোকের দিন। কেউ বলে ১৫ই আগস্ট জাতির মুক্তির দিন। রাজনীতি বুঝিনা, সাধারণ এক নাগরিক আমি। সেদিন কে মুক্তি পেয়েছিল তা আমি জানিনা, শুনেছি অনেক কিছুই। সেসময়ের দেশী-বিদেশী রাজনীতি, যুদ্ধোত্তর বাংলাদেশের সামাজিক পরিস্থিতি আর স্বাভাবিক অরাজকতা, এসব কি ছাপিয়ে ওঠেনা একজন মহান নেতার বলিষ্ঠ নেতৃত্ব? একজন বাবার ছবি, কিংবা শুধুই একজন মানুষের? ৭৫ এর ১৫ই আগস্টে জাতির উপর যে দায় চেপে বসেছে এর মুক্তি হবে কবে? আমরা আর কতদিন এর দায় বহন করে চলব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।