আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের রুবাইয়াৎ

জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না।// (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে)

১। এখনো তোমার জন্য পদ্ম ফুটে ঐ কত পাখি ডেকে ফিরে কত ফুল জুঁই কত নদী চলে যায় মিলে যায় সুর প্রেমের কবিতা তাই বেদনা-বিঁধুর । ২। আমার বসত ঘরে নেই ফুল পাখি কোন নদী যায়নি আজো জল দিয়ে আঁকি সুখ ঢেউ রোদ-আলো যায়নি কো চুমি আমার বসত ঘরে শুধু তুমি তুমি । ৩। তোমাতে আমাতে মিল হবে না তো ফের দু-জনা পথিক মোরা পথ দু-দিকের আকাশ-পাতাল ভেবে লাভ কি হে তবে শূণ্য চরে এ-প্রেমের কবরখানি হবে । ৪। প্রেমের আলোতে ফের ভোর ফিরে আসে পাখি গায় তান ওঠে মন-পুবাকাশে বায়ু বয় দেহময় তুমি আসো ফিরে প্রেমের কবিতা হাসে তোমাকেই ঘিরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.