আমাদের কথা খুঁজে নিন

   

কাছের মানুষ - সুচিত্রা ভট্টাচার্য - অসাধারণ

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে...সময় আমার কাটেনা....

অনেকদিন আগে আম্মু একটা সিরিয়াল দেখতো এনটিভি তে । কাছের মানুষ । সুবর্ণা মুস্তফা আর সানজিদা প্রিতি ছিল মূল চরিত্রে । সানজিদা প্রিতি কে আমার খুব ভাল লাগতো বলে দেখতে বসলাম । ভালই লাগতো ।

কলেজে চলে যাওয়ায় আর দেখা হয় নি। কয়েকদিন আগে যে বইটা থেকে এটা বানানো হয়েছে সেটা পেলাম । পড়া শুরুও করে দিলাম । আস্তে আস্তে খুব ভাল লাগতে লাগল । এত অসাধারণ একটা বই !! মা মেয়ের জীবনের কাহিনী এটা ।

যেখানে দুজনেই তাদের সীমাবদ্ধতার মাঝে বন্দী । এদের চারপাশে তাদের পরিচিত সব কাছের মানুষরা আছে । এরা কেউই একা নয় । অথচ তারা কী একা !! যারা পড়েন নি তারা পড়লে বুঝবেন যে আসলে কোন উপন্যাসকে নিয়ে নাটক বা সিনেমা বানানো ঠিক না । কারণ লেখকের সাহিত্য গুণ নষ্ট হয়ে যায় ।

নাটকটাকে আমি খারাপ বলব না , কিন্তু ব্ইয়ের ধারেকাছেও সেটা যায় না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।