আমাদের কথা খুঁজে নিন

   

এখন রাজনীতির সময় নয় !

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

দেশের দুর্দশা চলছে । সবরকম দুর্দদশা একসাথে । অথচ এই দুর্দশার সময় গুলোই যেন কিছু মানুষের পৌষ মাস ।

কিছু মানুষের পোয়াবারো হবার সময় । খুব বেশি পিছনে যাবো না । নইলে আবার বলতে শুরু করবেন আমি পশ্চাতমুখী । '৭১ এ দুর্বিষহ স্মৃতি -গৌরবের ইতিহাস যদি পশ্চাতমুখীতা হয় তবে তা হতে আমি রাজী । সেই দুর্দশার সময়ে তিন রকমের মানুষের পৌষমাস ছিল- ১. পাকিস্তান সামরিক বাহিনী ২.তাদের জাত ভাই অবাঙালি মুসলিম আর ৩.আমদের জাত ভাই (এককেবারে আপন মুসলিম ভাই,মুসলিমলীগার তথা জামায়াতী ইসলামীর অনেক নেতা কর্মীরা) রাজাকার ,আলবদর, আলশামস্ বাহিনীসহ শান্তিকমিটির সাঙ্গপাঙ্গরা ।

'৮৭ ও '৮৮ সালে স্মরণকালের বন্যায় হোমো এরশাদ । জনগনের দুর্ভোগ দুর্দশাকে নিয়ে কবিতা-গান এবং কমর পানিতে নেমে ফোটোসেশন করে রাজনীতি । এবার আরো নতুন বাহানা । মানুষের দুর্ভোগের সীমা নাই অথচ কেউ সাহায্য করতে পারবেনা । সরকারের ত্রাণতহবিলে দিলে কালো টাকাও বৈধ আর পাবলিক দিলে অবৈধ ।

যা শালা । বিশ্ববিদ্যালয় গুলোতে ত্রাণকার্য পরিচালনার জন্য সবসময় যে সব কর্মসূচি পালিত হতো (নানা দল গুলোর পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন গুলোর কর্মসূচি) তার উপরও নিষেধাষ্ণা !! কি বিচিত্র !! সব সময় আমাদের মতন সাধারণদের উদ্যোগেও বাধা, অনুমতি মেলেনা উপরের আদেশে । (আমাদের আরো কত উপরে উঠতে হবে??) অবশেষে নীরোর ঘুম ভাঙ্গে । আমাদের প্রতি সদয় হন উপরওয়ালারা তারপরও নিয়মের শেষ নাই । ইহা হবে তো তাহা হবে না ।

সরকারের সেই লেখা যে বক্তিমা কলের গানের মতন এখনও চলে ..... সরকারের পর্যাপ্ত খাদ্য ও ত্রাণ মজুদ আছে । অথচ মানুষের মুখে জোটে না । সারা জীবনে টেলিভীশন পত্রিকায় যা দেখেছি জনগনের টাকায় সরকারী দলের ত্রাণের ফটোসেশন । সেই একই ফ্রেম - একই বাণী একই বক্তিমা ..... শুধু চেহারা গুলোর বদল । হায়রে সংস্কারবাদীরা ।

আবারো সেই সরকারী টাকা-জনগনের টাকার সীমিত বিতরণ । ইউনিফর্মধারী কিছু ইউনিফাইড সরকারী চাকুরের দম্ভোক্তি--- এখন রাজনীতির সময় নয় ! তবে কি বক্তিমা দেয়ার সময় ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।