আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্কে ইসলামী পার্টির বিজয় নাকি সেকিউলারদের পরাজয়?

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

সেকিউলার তুরস্কে ইসলামী এ কে পার্টির বিজয় ছিল প্রত্যাশিত। ক্ষমতায় থাকাকালীন অর্থনীতি ছাড়াও অন্যান ক্ষেত্রে অর্জিত সাফল্য এ কে পার্টিকে জনপ্রিয় করে তুলেছিল। কুর্দি সমস্যা সমাধানেও তারা ছিল সফল। নির্বাচনের আগে ১০ লক্ষ লোকের সমাবেশ ঘটিয়েও সেকিউলাররা নির্বাচনে উল্লেখযোগ্য কোন সাফল্য পায়নি। সেনাবাহিনী যারা সবসময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে গত কয়েক দশক ধরে এবং সেকিউলার তুরস্কের প্রধান ভিত্তি ছিল যারা, স্বভাবত তারাও এ কে পার্টির সাথে সহাবস্থানে খুব একটা স্বাচ্ছন্দ্য অনুভব করছিল না।

ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির ব্যপারটি গুরুত্বপুর্ন হওয়াতে সেনা সাশনের ব্যপারটিও সহজ ছিল না আবার চক্ষু লজ্জার কারনে হলেও যুক্তরাষ্ট্র চাইছিল না গনতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে তুরস্কের সেনাবাহিনীর পাশে দাড়াতে। প্রথম আলোচিত হন জনসমক্ষে ইসলামী কবিতা পাঠ করে, আবার তার স্ত্রী মাথায় স্কার্ফ পরে জনসমক্ষে আসলে সেকিউলার তুরস্কে সমালোচনার ঝড় উঠে। সেনাদের ছত্রছায়ায় কয়েক দশকের কঠোর দমন নীতির পরও ইসলামী মুল্যবোধের পুনর্জাগরনের কারন কি তা বিশেষগ্যরাই বলতে পারবেন। এছাড়াও পশ্চিমা বিশ্বের মাঝখানে থেকেও তথাকথিত পশ্চিমা মুক্ত উদার সমাজের স্বাদান্বেষনের সব সুযোগের বিপরীতে তুলানমুলক কনজারভেটিভ ইসলামী সমাজের প্রতি তুরস্কের জনগনের নতুন করে জেগে ওটা এ আগ্রহ আমাদের জন্য আগাম একটি শিক্ষনীয় ব্যপার হতে পারে। আরো বলা যায় যে ইসলামী দল বলে গনতন্ত্রে অংশগ্রহনের ব্যাপরাটি আর প্রশ্নবিদ্ধ করার সুযোগটি আর খুব একটা নেই।

আলজেরিয়াতে গনতান্ত্রিকভাবে বিজয়ী একটি ইসলামী দলকে (ইসলামী সালভেশন ফ্রন্ট) ক্ষমতায় আসতে না দেয়ার খেসারত এখনও দেশটিকে দিতে হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.