আমাদের কথা খুঁজে নিন

   

PHP এবং MySQL ডাটাবেজে সংযোগ করুন সহজে। টিউন-১

PHP এর মাধ্যমে আমারা MySQL ডাটাবেজে ডাটা রাখতে পারি। কিন্তু তার আগে আমাদেরকে PHP এবং MySQL এর সংযোগ দিতে হবে। নিচে PHP এবং MySQL এর সংযোগ পদ্ধতি দেয়া হল।
<?php $host = "localhost"; $user = "root"; $pass = ""; $db = "doctor";
$conn = mysql_connect($host, $user, $pass) or die("Connection Failed!"); mysql_select_db($db, $conn) or die("Database couldn't select!");
?>
$host ভেরিয়েবল এ host এর নাম দেব। যেহেতু আমরা localhost  এ কাজ করতেছি সেহেতু localhost দিবো।


$user ভেরিয়েবল এ আমরা localhost এর username দিবো।
$pass ভেরিয়েবল এ আমরা password দিবো।
$db ভেরিয়েবল এ Database এর নাম দেবো।
$conn ভেরিয়েবল এ mysql_connect function দ্বারা MySQL connect করা হল। যদি connection না পায় তাহলে Connection Failed! এ লেখাটি আসবে।


এরপর mysql_select_db function দ্বারা ডাটাবেজ select করা হল। যদি Database না পায় তাহলে Database couldn't select! লেখাটি আসবে।
তারপর ফাইলটি সেভ করলেই PHP এর সাথে MySQL এর Connect হয়ে যাবে।
পরবর্তী টিউন এ PHP , MySQL এর মাধ্যমে ডাটা সাবমিট, ডাটা শো করা, ডাটা ডিলেট করা, ডাটা এডিট সম্পর্কে আলোচনা করা হবে।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।