আমাদের কথা খুঁজে নিন

   

১টি কল মাত্র ১.২০ টাকা আর ১টি কাঁচামরিচও মাত্র ১.২০ টাকা



সকালে গিয়ে বাজারে গিয়ে মেজাজটা এতই খারাপ হয়ে গিয়েছে বর্তমান সরকারকে ইচ্ছেমত গালি-গালাজ করলাম। আর করবনাই না কেন, কাঁচামরিচ ২২০ টাকা কেজি (আমি আবার কাঁচামরিচ ছাড়া ভাত খেতে পারি না), করলা ৪০ টাকা কেজি, পটল ৩০ টাকা কেজি, চিচিঙ্গা ৩৬ টাকা কেজি, কচুর লতি ২৮ টাকা কেজি, কচুর ছড়া ২৫ টাকা কেজি ইত্যাদি ইত্যাদি। মাছ বাজারে যাইনি তাই বলতে পারলাম না এর মূল্য কত। বাজারে অনেকক্ষণ বোকার মত দাঁড়েয়ে থেকে কিনলাম ৪ কেজি পেঁপেঁ (১২ টাকা কেজি দরে), কাচাকলা ২ হালি (১০ টাকা হালি), চালকুমড়া ১টি ৩০ টাকা, মিস্টি কুমড়া দেড় কেজি ২০ টাকা, লাউ ৪০ টাকা, কলমি শাক ২ আটি ১০ টাকা। বাসায় এ বাজার দেখে মা গিন্নী আর বউ গিন্নী রেগে মেগে একাকার।

তাদের রাগের বহিপ্রকাশে নিজেও কিছুক্ষণ রাগারাগি। বললাম ৭ দিনের বাজার (সদস্য ৭ জন)। রেসিপি করতে বললুম সবজি রান্না হবে ডালের মত অর্থাত পানি বাড়িয়ে দিতে হবে। আমার পরিবারের মাসিক আয় ৩০,০০০ টাকা (২ জনের মাসিক আয়)। আচ্ছা পাঠক বলুন এ আয়ের মানুষের যদি এ অবস্থা তাহলে নিম্ন আয়ের মানুষের বা এরচেয়ে কম আয়ের মানুষের কি ত্রাহি অবস্থা।

আর তাই বলছিলাম কি- বর্তমান রাষ্ট্রশাসক গোষ্ঠি আমাদের আর কিছু দিতে পারুক আর না পারুক মোবাইলের কলরেট প্রতি মিনিট ১.২০ টাকা করে দিতে পেরেছে। দারুন সফলতা বলতে পারি কি বলেন, পাঠক। তবে পাশাপাশি কাঁচামরিচও প্রতি পিস পাচ্ছি ১.২০ টাকা। চমতকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।