আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের হাল খাতা-২

<ংপৎরঢ়ঃ ংৎপ

আমাদের একজন পুরানা ব্লগার যিনি ইদানিং নিজের আলমিড়া গুচাইতে ব্যস্ত একটা পোস্ট দিসে, সেকানে আনেক জ্ঞানগর্ভ আলোচনা হইসে। ক্যান্গারু বালিকাও সেই আলোচনায় অংশগ্রহন করসে, তো উনি কইসে এ টীমের লোকজনের কারনে আজকা ব্লগের এই অবস্হা, হারাধন টাইপ লোকজনের লাইগা,আজকা ব্লগের এই অবস্হা। এ টীমের কারনে লোকজন নতুন ব্লগ খুলচে, আর এ টীম নাকি জমি দখলের মতো ব্লগের ব্যাবাক জমি জিরাত দখল কইরা দালান বানাইসে। আমগো সম্পর্কে প্রচুর কতা শুনচি মাগার এ টীম জমি দস্যু এই এলজাম প্রথম শুনলাম। এ টীম আসলে কি? হারাধন, ডাক্তার আইজুদ্দিন , হোসেইন, শমসের আলী, বা কেমিকাল আলি এক্সিমো, আরো আনেকে আচে যাগো নাম দিবাম না আন্ডারগ্রাউণ্ড ষ্ট্যাটাস বইলা , এরাও বা কে? কেমনে তারা এক সাতে মিলল যেকানে দুইজন মিললে আমগো দেশে ত টা দল হ্য়? আমরা বাংলাদেশী।

আমগো বহুত ব্যাপারে ভিন্নমত আচে, মাগার মুক্তিযু্দ্ধ বা কে রাজাকার বা কেন রাজাকার তা নিয়া নাই। আমোগো কারো আলাদা ব্লগ নাই, যেকানে আমরা আলোচনা করি কেমনে রাজাকার হইলো ৭১ এ আর কেনো তাগো দোষ দেওন টিক না। আমরা কেউ জামাতে ইসলামীরে চান্দা দি না। কিংবা অন্ধ ভাবে ধার্মিক না। আমরা নিজেরা নিজেগো পরিচয়ে বড় হই।

আমরা কিচু দখল করতেসিনা, আমরা আলমিড়া ব্লগারের মত রাজাকারি ভাব প্রকাশের রাইট দি না। আমরা নতুন ব্লগ বানাইসিনা, তা সে বৈঠক খানা চুলকানি হউক আর পেচালি মারন ই হোক। আমাগোরে একটা ব্যাপারে কোন আপস নাই তা হইলো বাংলাদেশে। আমগো কিচু পাওনের নাই বাংলাদেশ তেকে, মাগার কিসু দেনা আসে, যা পে ব্যাকের চেষ্টা করতসি আমরা কেনেডির মতো কই Ask not what your country can do for you, Ask what you can do for your country?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.