আমাদের কথা খুঁজে নিন

   

|| .... প্রহর গোনা অর্ধ স্মৃতি .... ||

ভোরের পাখি ... চাইনে হারিয়ে আবার আয় তুই লোকাল বাসে প্রথম দেখার মুগ্ধতায় ! চাইনে ভুলিয়ে দে প্রথম সে চিৎকার অধম নাম ধরে অনেক দিন পর দেখায় ! চাইনে বর্ষা কে লুকিয়ে ছুটে যা_ আবার হেটে চল, হঠাৎ সঙ্গী কামনায় ! চাইনে তাকিয়ে ঐ মেঘের ডানায় খুঁজে নে আবার বন্ধু কাউকে, হাসির মিষ্টতায় চাইনে ভুলিয়ে নিজেকে গানের সুরে চেয়ে থাক অদূরে, মোর হেটে যাওয়ায় ! চাইনে নে ফিরিয়ে বৃক্ষমেলার করমচা চুরি করা যা, আজও মানিব্যাগে শোভা পায় ! চাইনে করিয়ে দে মনে, দেয়া যত নম্বর, ঠিকানা খালামনি বা ভাইয়ার, হঠাৎ দেখায় ! চাইনে দে পুড়িয়ে বকর বকর সব চিঠি আজও যা শোভা পায়,বর্ষার ছাট আর চন্দ্র মায়ায় ! চাইনে নে কুড়িয়ে এই সেদিনকার স্মৃতি অনেক কথার নিশ্চুপ তোর জন্মদিন শুভেচ্ছাময় চাইনে যা মাড়িয়ে বেচে থাকার এট্টু তৃণ আশা বেচে থাকুক, অর্ধ যুগের নতুন এ পরিচয় ! চাইনে নিয়ে আয় কোনদিন আর নিজের অল্প খাবার দিবোনা তোকে না খাইয়ে, খাওয়াতে আমায় ! চাইনে ভাবিয়ে তোকে, আনন্দে কাটাতে রাত ভাববোনা জড়িয়েছিলি আমায়, আপন মায়ায় ! চাইনে, চাইনে তবু হারিয়ে যা নিজের থেকে আমি লিখবো আরও, তোর অনুভব জ্বালায় ! আমি থাকবো ভালো, তোর ভালো থাকার ভরসায় আমি আনবো আলো, তোর পথ চলার আশায় ! চাইনে তবু, হারিয়ে ফেল স্বত্বাটিকে আমি মিশে যাই, প্রকৃতি তবু সাজুক তুই আর কেমেলিয়ায় ! ---------------------------------------------------- জানুয়ারী ২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।