আমাদের কথা খুঁজে নিন

   

দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান মজিনার

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জে তিনি বলেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। সংলাপের উদ্যোগ দুদলকেই নিতে হবে।
সুনামগঞ্জে দুদিনের সফর শেষে শহরের ষোলঘরের সুরাম ভ্যালি গেস্ট হাউজে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সশয় তিনি আরো বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার দেয়া কর্মপরিকল্পনা ও শর্তসমূহ পূরণ করলেই যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা পুনরায় চালু করবে।

আমেরিকা আর রানা প্লাজা, তাজরিন গার্মেন্টসের মতো ঘটনা দেখতে চায় না বলেও তিনি মন্তব্য করেন।
পরিকল্পনা করে এগিয়ে গেলে বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ার টাইগারে পরিণত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 
এ সময় গেস্ট হাউজে তার সঙ্গে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ নজির হোসেন উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।