আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে ইকমার্স-৭

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

যে ভাবে শুরু করবেন: কত অল্প খরচে যে ইকমার্স শুরু করা যায় আপনি কল্পনাও করতে পারবেন না । মাত্র ৮০০০.০০ টাকায়। কি বিশ্বাস হচ্ছে না? আসুন হিসেবটা করে ফেলি। পুর্বেই বলেছি ডোমেইন এবং হোস্টিং এর জন্য লাগবে ৪০০০.০০ টাকা। এর সাথে লাগবে একটি পেমেন্ট একাউন্ট এবং স্ক্রীপ্ট।

আপনি http://www.2co.com ইকমার্সের জন্য একাউন্ট খুলতে চাইলে তাদেরকে দিতে হবে প্রায় ৫০ ডলার। এবং সাথে পাবেন একটি ফ্রী স্ক্রীপ্ট। বাংলাদেশের অনেক ইকমার্স সাইট আছে যারা এরকম ফ্রী স্ক্রীপ্ট দিয়ে ইকমার্স শুরু করেছেন। আপনি আরো ভাল স্ক্রীপ্ট চাইলে কিনতে পারেন। ১০০ ডলার থেকে শুরু করে ততোধিক মুল্যের স্ক্রীপ্ট পাবেন।

দাবী স্ক্রীপ্ট গুলোর সুবিধাও অনেক থাকে। চাইলে দেশ অথবা বিদেশ থেকে কাস্টোমাইজ স্ক্রীপ্ট করে নিতে পারেন। এতে খরচ বেশি পড়বে। আমার জানামতে বাংলাদেশে ইকমার্স সাইটের জন্য কমপক্ষে ২০০০০.০০ টাকা লাগে। এবং পেমেন্টের জন্য পেপ‌্যালকে ব্যবহার করতে চাইলে তার ঝামেলাতো আছেই।

কি কি লাগবে: ইকমার্স সাইট রেডী হলে সাথে কয়েকটি জিনিস লাগবে। একটি ভালমানের কম্পিউটার সাথে ইন্টারনেট, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ও প্রিন্টার। পন্য কেনা এবং ডেলিভারীর জন্য প্রয়োজনীয় সংখ্যক লোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.