আমাদের কথা খুঁজে নিন

   

এসো লিনাক্স শিখি-০২

দেখবেন নাকি একবার ব্যবহার করে :)

আমি চেষ্টা করছি লিনাক্স শিখার ব্যাপারটিকে যতটুকু পারা যায় সহজ করার জন্য। তাই লিনাক্সের ইতিহাস বলে এটাকে লম্বা বা প‌্্যাচাবো না। লিনাক্স বলতে আমরা সবাই যা বুঝি সেটা হল একটা কালো স্ক্রিন, যেখানে ব্যবহারকারি কিবোর্ডে টাইপ করে করে কমান্ড দেয়। হা এটা ঠিক, কিন্তু বর্তমানে লিনাক্স ব্যবহার করা অতটা কঠিন নয়। এখন লিনাক্সের সব কাজের জন্য মোটা মোটি GUI রয়েছে।

সো আগের ধারনা ভুলে যান, যোর দিয়ে বলুন "লিনাক্স শিখবই"। আজকে আমি লিনাক্সের বেসিক নিয়ে কিছু লিখব। বাজারে বর্তমানে বেশ কিছু লিনাক্স রয়েছে, যার মধ্যে মোটা মোটি ২৯০ টি পরিচিত। আমাদের দেশে অনেকেই লিনাক্স বলতে রেডহেট লিনাক্স বুঝে থাকেন। এটা ঠিক নয়, এটি লিনাক্সের একটি ভেন্ডর মাত্র।

আমাদের দেশে শুধু মাত্র রেডহেট , মেনড্রিভা এবং সোসে লিনাক্সের সিডি/ডিভিডি বাজারে পাওয়া যায়। আমি একটু আগেই বলেছি, বর্তমানে প্রায় ২৯০ টি লিনাক্স ভেনডর রয়েছে। তবে টেকনিকালি এগুলিকে মোটা মোটি ৩ ভাগে ভাগ করা যায়। ১. আর পি এম বেইস ২. ডেবিয়ান বেইস ৩. সোর্স বেইস ১. আর পি এম বেইস এর বড় উদাহরণ হল রেডহ্যাট/ফ্যাডোরা, ম্যানড্যরেক , সোসে ও সেন্টওএস ২. ডেবিয়ান বেইস এর উদাহরণ হল ডেবিয়ান সয়ং ও উবান্টু ৩. জেন্টু লিনাক্স হল সোর্স বেইস লিনাক্সের বেস্ট উদাহরণ। লিনাক্স শিখার জন্য সর্ব প্রথম যে জিনিস দরকার, তাহল নতুন কিছু শিখার সাহস (আমি কিন্তু বলছি না যে লিনাক্স কঠিন)।

ওক আর বোর না করে আসল কথায় আসা যাক। লিনাক্স ব্যবহার করতে গেলেই নতুন ব্যবহারকারির মনে যেই প্রশ্নটি আসে তা হলো, আমি উইন্ডোজের সব কাজ করতে পারবতো। আই প্রশ্নের উত্তরে আমি বলব, আপনার প্রশ্নে ভুল আছে। আপনার প্রশ্নটি হবে, আমার সব প্রোজনীয় কাজ লিনাক্সে করতে পারবতো? হা অবশ্যই পারবেন, ১০০% নিশ্চিত থাকতে পারেন। আরো বুঝার সুবিধার জন্য লিনাক্স ও উইন্ডোজের কয়েকটি অপ‌্যলিকেশনের নাম দিচ্ছি: ১. Microsoft office -> openoffice.org ২. internet explorer -> firefox ৩.yahoo/msn messenger -> gaim/pidgin ৪. microsoft outlook -> evolution ৫. adobe photoshop -> gimp ৬. 3d max -> blander ৭. media player -> totem/mplayer বর্তমানে ডেবিয়ান লিনাক্সের সাপোর্টেড প‌্যাকেজ সংখ্যা ২০০০০ + আপাতোত এই পর্যন্তুই, পরবর্তি পর্বে লিনাক্সের জন্য পার্টিশনের ব্যাপারটি ব্যাখ্যা করব।

*** আমি লেখালেখিতে খুবই কাঁচা, নিজ গুনে পড়ে নেবেন **লিনাক্স সম্র্পিক্ত কোন প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। *কষ্ট করে শেষ পর্যন্ত পরার জন্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।