আমাদের কথা খুঁজে নিন

   

আমার রেটিং-এ ফ্রি ও ঝামেলাহীন এন্ড্রয়েড অ্যাপস ডাউনলোডের সেরা পাঁচ ওয়েব সাইট।

এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় বিঃদ্রঃ আমার এই পোস্ট শুধু এন্ড্রয়েড প্লাটফর্মে চলে এমন সব অ্যাপস (*.apk) নিয়ে। আমার অভিজ্ঞতায় ফ্রি এন্ড্রয়েড অ্যাপস পাওয়া যায় এমন সেরা পাঁচটি (আমার ব্যক্তিগত রেটিং) ওয়েব সাইটের কথা উল্লেখ করছি। হাজারো ওয়েব সাইটের ভীড়ে ফ্রি ও ঝামেলাহীন ডাউনলোড সুবিধা পাওয়া যায় এমন সাইট কিন্তু কমই আছে। গুগল প্লে নিঃসন্দেহে সেরা (এন্ড্রয়েড তো গুগলেরই আবিষ্কার)। কিন্তু এই সাইট সব ডিভাইস সাপোর্ট করে না।

আবার এই সাইট থেকে অ্যাপসগুলো পিসি’তে সেভ করা যায় না (গেলেও অনেক ভেজাল!)। কাজেই আসুন দেখে নিই ওয়েব সাইটগুলো কতটা কাজের। http://www.appsapk.com/ এই সাইটে আপনি পাবেন ক্যাটাগরি-ভিত্তিক হাজারো অ্যাপস কোন ঝামেলা ও বাধ্যবাধকতা ছাড়াই। ডাউনলোড করাও সহজ। কখনই ই-মেইল অ্যাড্রেস দিয়ে থার্ড-পার্টি সাইটের ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে না।

থেকে এখানকার সব অ্যাপস-ই ফ্রি-ওয়্যার, অ্যাড-সাপোর্টেড অথবা ট্রায়াল ভার্শন। আশা করছি আপনার পছন্দের অ্যাপসগুলো এখানেই পেয়ে যাবেন। কাংখিত অ্যাপস সহজে ও দ্রুত সার্চ করার সুবিধা বিশেষভাবে উল্লেখযোগ্য। অ্যাপস ছাড়াও লাইভ ওয়ালপেপার, থিম, উইজেট ও ওয়ালপেপার পাওয়া যাবে এখানে। সাম্প্রতিক অ্যাপস, আজকের জনপ্রিয় অ্যাপস ও ফিচারড শিরোনাম হোমপেজেই দেওয়া আছে।

অনেক ইসলামী অ্যাপস-ও এখানে পাওয়া যাবে। http://search.4shared-china.com/ সাড়ে পাঁচ লাখেরও বেশী অ্যাপসের ভীড়ে আপনি হয়তো খেই হারিয়ে ফেলবেন এখানে। ক্যাটাগরি-ভিত্তিক না থাকলেও আপনার পছন্দের অ্যাপসগুলো এখানে পেয়ে যাবেন আশা করি। তবে আপনাকে অবশ্যই সার্চ দিয়েই অ্যাপস বের করতে হবে। ফ্রি ডাউনলোডের জন্য আপনাকে কমপক্ষে ২০ সেকেন্ড অপেক্ষা করতে হবে।

ঝামেলা এড়াতে আগেই এখানে একটা একাউন্ট করলে সুবিধা হবে। http://www.papktop.com/ এন্ড্রয়েড এ্যাপসের বিশাল সম্ভার এটা। ফ্রি অ্যাপসের পাশাপাশি সাথে কেনার জন্য অ্যাপসও আছে এখানে। ডলারে মূল্যের ট্যাগও দেওয়া আছে। তবে কিছু এ্যাপস ডাউনলোডের সময় থার্ডপার্টি সাইটে যেতে হয় (যেমন গুগল প্লে)।

ই-মেইল এড্রেস দিয়ে ডাউনলোড লিঙ্ক পেতে প্রায়ই অনেক সময় লাগে যা বেশ বিরক্তিকর। অবশ্য ফ্রি পেতে গেলে এসব মেনে নিতেই হবে। এই সাইটে ভিজিটরদের প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং এর মাধ্যমে অভিজ্ঞতার আদান-প্রদান হয়। এটা একটা বাড়তি পাওনা। http://www.thepiratebay.se/ এখানকার সংগ্রহ বিশাল।

সাধারণত বড় আকারের অ্যাপস পাওয়া যায় সহজেই। এখান থেকে ডাউনলোড করতে অবশ্যই টরেন্ট ব্যবহার করতে হবে। এখান থেকে এন্ড্রয়েড অ্যাপস ছাড়াও যে কোন কন্টেন্ট পাওয়া যাবে। http://www.androiddrawer.com/ এক কথায় অসাম! ক্যাটাগরি-ভিত্তিক লাখ লাখ অ্যাপস এখানে। সহজ ও ফ্রি ডাউনলোড সুবিধা এই সাইটটির বিশেষত্ব।

এখন তো অনেক অ্যাপস ফ্রি পাচ্ছি। পরে হয়তো আর ফ্রি পাওয়া যাবে না। আর পছন্দের অ্যাপসের মজাই আলাদা। তাই যত তাড়াতাড়ি পারেন ডাউনলোড করে ফেলেন আর উপভোগ করুন আপনার এন্ড্রয়েড ডিভাইসটি। আশা করছি আমার এই পোস্টটি এন্ড্রয়েড ব্যবহারকারীদের কাজে আসবে।

সবাইকে শুভকামনা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.