আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের কোথাও কি ইসলামী রাষ্ট্র আছে ?



"ধর্মনিরপেক্ষতা নয়; ইসলামই বাংলাদেশের ভবিষ্যত" শিরোনামে একজন ব্লগার লিখেছেন। আসলে তিনি প্রকৃত ইসলামী রাষ্টে্র সংজ্ঞা র্সম্পকে অবগত নন। এবং বর্তমান বিশ্ব ব্যবস্হা বিবেচনায় না নিয়ে সর্ম্পূন আবেগতািড়ত হয়ে বা হতে পারে কোন দলের মতাদর্শে তাড়িত হয়ে আগামী বাংলাদেশকে "ইসলামী রাষ্ট্র" হিসেবে কল্পনা করেছেন । "ইসলামী রাষ্ট্র" কী ? আল কোরআন ও সুন্নাহ দ্বারা পরিচািলত রাষ্ট্র ব্যবস্হাই ইসলামী রাষ্ট্র। অনেকে ইরানের মত রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র মনে করেন বা ব্রান্ড দেন।

আসলে এগুলি ইসলামী রাষ্ট্র না । কেননা, এসব রাষ্ট্র সম্পূর্নভাবে আল কোরআন ও সুন্নাহ দ্বারা পরিচািলত নয়। মুসলিম সংখ্যাগরিষ্টতা আর ইসলামের কিছু নিয়ম-কানূন পালন করলে "ইসলামী রাষ্ট্র" হয় না। প্রকৃত "ইসলামী রাষ্ট্র" ব্যবস্হা সর্ম্পকে জানতে হলে মহানবী হযরত মুহাম্মদ (স এর আমলে তাঁর ব্যবস্হা দেখুন তাহলে "ইসলামী রাষ্ট্র" সর্ম্পকে জানতে পারবেন। আংশিক কোরআন ও সুন্নার প্রয়োগ করে যদি কেউ ইসলামী রাষ্ট্র কলপনা করেন তাহলে তা হবে "ইরান, আফগািনস্হান মার্কা" রাষ্ট্র, "ইসলামী রাষ্ট্র" নয়।

আর সারা বিশ্বের কোথাও যেহেতূ "ইসলামী রাষ্ট্র" নেই সেহেতু কীভাবে সম্ভব ? সম্ভব "ইরান, আফগািনস্হান মার্কা" রাষ্ট্র বানানো । তবে যদি আমেরিকা বাংলাদেশকে আফগানিস্হান বানাতে চায় তাহলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.