আমাদের কথা খুঁজে নিন

   

ডলি ক্যাচ



ডলি শব্দটি উচ্চারণ করলে সর্বপ্রথম পাশের বাড়ির সেই মেয়েটি বা পৃথিবীর প্রথম কোন ভেড়ার কথা মনে পড়তে পারে। কিন্তু ক্রিকেটে ডলি ক্যাচ সম্পূর্ণ ভিন্ন চিজ। ইংরেজিতে ডলি বলতে শিশুদের ভাষায় পুতুল (ডল থেকে ডলি), ভারি বস্তু এদিক-সেদিক নেয়ার জন্য চাকাওয়ালা কাঠামো বা মঞ্চ (সিনেমার দৃশ্য ধারণকল্পে) অথবা আকর্ষণীয়ভাবে সজ্জিত নির্বোধ তরুণী বা বালিকাকেও নির্দেশ করে। আর ক্রিকেটে উচুতে ওঠা সহজ ক্যাচের গায়ে ডলি ক্যাচের লেবেল সাঁটা হয়েছে। সহজ শব্দটি এখানে আপেক্ষিক অর্থে ব্যবহৃত হয়েছে।

ধারণা করা হয়, ডলি ক্যাচের বধকাব্য রচনা করা বেশ সহজ। বাস্তবে তা কঠিনও বটে। বিশ্বাস না হলে শহীদ আফ্রিদি, মার্ক ওয়াহ অথবা ক্রিকেটের ভাঁড় রাজকুমার নামে পরিচিত ডেরেক রেনডেলকে জিজ্ঞাসা করতে পারেন। অবশ্য রেনডেলের ক্যাচ লোফা দেখে তা বেশ সহজ ও অনায়াসসাধ্য বলা যেতে পারে। তার এক ডলি ক্যাচের সাক্ষ্য দিয়েছেন বব উইলিস।

তিনি ভাষায়, মাইক ব্রিয়ারলির বেনিফিট ম্যাচ। জনৈক ব্যাটসম্যানের হিট করা বলটি প্রায় ৬০ ফুট উপরে উঠলো। ডেরেক রেনডেল বলটির ঠিক নিচে গিয়ে হাত দুটো পেছনে নিয়ে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। সবাই ভাবছে ব্যাটার কি মাথা খারাপ? না, তিনি যথাসময়ে ক্যাচটি তালুবন্দি করলেন। ভাবছেন ডলি ক্যাচ মানে পান্তা ভাতের মতো সহজ ব্যাপার।

আসলে এটাও একটা বিপজ্জনক ক্যাচ। ফিল্ডারের অবস্থানে ডলি ক্যাচ কিছুটা সহজ বটে। কিন্তু আকাশ সীমান্তে ছুটন্ত বল লুফতে গিয়ে বহু ফিল্ডার পরস্পর ঠোক্কর খেয়ে বেজায় আঘাত পেয়েছেন। যাহোক বড় মাপের ডলি ক্যাচ ধরেছিলেন ডাবলিউ জি গ্রেসের ভাই ফ্রেড গ্রেস। ঘটনাটি ১৮৮০ সালের।

ওভালে অসি ক্যাপ্টেন বুনর আকাশ সীমান্তে বল পাঠালেন। তিন রানও সম্পন্ন করলেন। কিন্তু ফ্রেড ক্যাচটি মিস করেননি। ফিল্ডাররা ক্যাচ লুফেন। কিন্তু তাদের মাঝে মধ্যে উন্মনা ঊর্বশীরাও ডলি ক্যাচ বানান।

মাঝে মধ্যে স্পন্সর বা বিজ্ঞাপনী সংস্থাগুলোও ক্রিকেটারদের ধরে। অনেকে শুধু ক্যাচের শিকারই হন না, বিয়ের আগে সন্তানের বাবাও হয়ে যান (বোনাস নাকি?)। নোবেল জয়ী বৃটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টার সম্ভবত এ কারণেই বলেছেন, ক্রিকেট সেক্সের চেয়েও বড় কিছু। শেষে একটি কথা কানে কানে বলছি, বাংলাদেশি ফিল্ডাররা কিন্তু ক্যাচ-কে ধরে। ক্যাচ মানে ধরা আর এই ধৃত জিনিসকে তারা দিন-রাত ধরে লাইটের আলোর মতো।

এ কারণে তাদের ব্যাড লাকটা প্রায়ই খারাপ থাকে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।