আমাদের কথা খুঁজে নিন

   

পুরানো একটা লিরিকস মনে পড়লো ---

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

অনেক অনেক আগে একটা গান শুনছিলাম- তুত্তু তু তুতু তারা, মর্জিনার বাপ মার্কামারা। এরপরে আরেকটা ছিল এইরকম- তুত্তু তু তুতু তারা, মর্জিনার বাপ খাইছে ধরা। কে এই মর্জিনার বাপ? কেন সে মার্কামারা হয়েও ধরা খেলো? সে আর কি কি খেলো? কেন ? আসুন, ব্লগিং এর মাধ্যমে এর সমাধান করার চেষ্টা করি। পারলে এর আরো সিকুয়াল বানাই। যেমন আমি কিছু বানাইছি- তুত্তু তু তুতু তারা, মর্জিনার বাপ সঙ্গীহারা। কিংবা,,, তুত্তু তু তুতু তারা, মর্জিনার বাপ খাইছে মারা। তুত্তু তু তুতু তারা, মর্জিনার বাপ খায় পানিপড়া। দেখান এইবার আপনাদের প্রতিভা। লাগ ভেলকি, লাগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।