আমাদের কথা খুঁজে নিন

   

সামহ্যোয়ার-এ সুন্দরের বিজয়ের কেতন উড়াতে হলে

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

অনেক আগে ঢাকায় একটা ছেলে থাকতো। তার বাবা দিনমজুর ছিল। মাঝে মাঝেই তাদের না খেয়ে থাকতে হত। কিন্তু ছেলেটার বার্গারের প্রতি অনেক লোভ ছিল। সে প্রায়ই তার বাবার কাছে বার্গার খাওয়ার আবদার করতো।

কিন্তু তার বাবা বেশির ভাগ সময় তাকে বার্গার কিনে দিতে পারতেন না। এতে ছেলেটি তার বাবার সাথে মাঝে মাঝে কথা বলা বন্ধ করে দিত। ছেলেটির বাবা খুব চিন্তা করলেন কেমনে ছেলের বার্গার প্রীতি কমানো যায়। এই সময় একদিন শহরে তাদের বাসার কাছেই বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল আসলেন। ছেলেটি আশরাফুল-কে দেখতে যাওয়ার বায়না ধরল।

তখন বাবার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি ছেলেকে নিয়ে গেলেন আশরাফুল-এর সাথে দেখা করাতে। ওখানে গিয়ে তিনি আশরাফুল-কে বললেন যে তার ছেলেকে যেন বার্গার খেতে মানা করে। কিন্তু আশরাফুল পড়ে গেল বিপত্তিতে। কারন সে নিজেও বার্গার পছন্দ করে এবং তখনো সে একটা বার্গার খাচ্ছিলেন।

তাই তিনি চিন্তা করল যে এই অবস্থায় মানা করলে সে বার্গার ছাড়বে না। তাই আশরাফুল তাদেরকে এক মাস পর আসতে বললেন। এই একমাস আশরাফুল নিজে ধীরে ধীরে বার্গার খাওয়া কমিয়ে দিলেন। একমাস পর তারা যখন আবার আশরাফুল এর সাথে দেখা করতে গেল তখন আশরাফুল ছেলেটা কে বার্গার খাওয়া কমিয়ে দেয়ার জন্য অনুরোধ করলেন। যেহেতু আশরাফুল তার প্রিয় খেলোয়ার তাই ছেলেটি আশরাফুল-এর কথা রেখে বার্গার খাওয়া কমিয়ে দিল।

এখন ছেলেটির বাবা আশরাফুল-কে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন একমাস আগে মানা করেননি। আশরাফুল বলল যে, তিনি নিজে যে কাজ করেননি, কেমনে তিনি সে কাজ করার জন্য অন্য কাউকে অনুরোধ করতে পারেন। তাই তিনি এই এক মাস বার্গার খাওয়া কমিয়ে দিয়ে বার্গারের প্রতি তার লোভ অনেকখানি কমিয়ে এনেছেন। আর তাই তিনি ছেলেটিকে বার্গার খাওয়া কমিয়ে দেয়ার অনুরোধ করতে পেরেছেন। শিক্ষাঃ আমরা কাউকে গালিগালাজ বা অসভ্য ভাষায় কথা বলা থেকে নিষেধ করতে পারবো না যতক্ষন না আমরা গালিগালাজ বা অসভ্য ভাষায় কথা বলা বন্ধ না করি।

যে কাজ আমরা নিজেরা করতে পারি না তা অন্যকে করতে বলতে পারি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।