আমাদের কথা খুঁজে নিন

   

অলস ও অসুস্হ জীবনযাপন

স্বপ্নিল সময়ের সন্ধানে..

গত কয়েকদিন ধরেই মাথাটা খুব ব্যাথা,বিচ্ছিরি ধরনের ব্যাথা। হঠ্যাৎ করেই অন্ধকার হয়ে আসে পৃথিবী,স্হায়ীকাল ৩০-৪৫ সেকেন্ড। তারপর খুব দুর্বল লাগে চারপাশ। চোখ বন্ধ করে রাখতে পারলে ভালো লাগে। অফিসেও যাচ্ছি না দুদিন ধরে।

আল্লাহ ই মালুম ,আদোও থাকবে কিনা চাকরি । বাসায় নেট নাই। মাগার ব্লগ দেখা বা লেখার আগ্রহের সীমা নাই। তাই জনি ভাইয়ারে(অফিস কলিগ) ফোন দিয়া বললাম সিটিসেল মডেমটা (অফিসিয়াল দিয়া যাইতে। বেচারা জনি ভাই মহা সহজ-সরল,"না পারে কইতে,না পারে সইতে".....এমন অবস্হায় শেষ পর্য্ন্ত দিয়া গেছে।

আমার ২৬ বছরের জীবনে এত ভালো পাবলিক দেখি নাই। ইদানীং প্রেমিকার দেয়া শোকে এর অবস্হা অনেকটা "ভালোবাসা মোরে করেছে ভিক্ষারী,,তোমায় করেছে রানী"দশা। ভালো মানুষগুলার কপালে কি আসলেই সুখ দেয়না ? আরেকজন আমার সেই বড়ভাই,যার লেখা পড়তে পড়তে আমি আজ ব্লগ আসক্ত(কন তো সবাই!!কে সে??) আরো লেখার ইচ্ছা ছিলো। কিন্তু আম্মুটা বড্ড বেশি জ্বালাইতেছে আর মাথাটাও(ক্লোজআপহাসি) । এখন তাই বিদায়য়য়য়য়য় দোয়া কইরেন ভাই ওবোনেরা আজ স্বপ্ন দেখার আমন্ত্রন করতে পারলাম না।

কারন .............


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।