আমাদের কথা খুঁজে নিন

   

যে যায় লংকায় সেই হয় রাবণ.........৩৬ বছরের জংঞ্জাল সরাতে দুই বছর যথেষ্ট সময় নয়................বুঝেছ উপেন!!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

যে যায় লংকায় সেই হয় রাবণ...... আমার খুব শখ লংকায় যাব.... আমার খুব শখ রাবণ হবার ! কিন্তু কবে? এই ভবে হবে কিনা কে জানে ... কেননা এই স্বাধীন দেশের রাবণ হবার কোন সম্ভাবনাও এখনও তৈরী হয় নাই । এদেশের রাবণ হবার দুই শর্ত ১.অবৈধ ভাবে -সেনাবাহিনী অফিসার আর ২. বৈধভাবে - রাজনীতিবিদ । প্রথমটা হবার সময় আর বয়স শ্যাষ !! (দাঁত থাকতে পাবলিক কেন যে দাঁতের মর্যাদা বোঝেনা ) আর এখন একটাই পথ খোলা ।

কিন্তু সংশয় তো রয়েই যাচ্ছে ... যে ভাবে রাজনীতিবিদদের গুণকীর্তন চলছে !!! ভাবলাম ইনুচ্ছা (লুইচ্ছা না কিন্তু... মাইয়া থাকবার পারে বিদেশী মাগার বউ কিন্তু নাই ) দল করবো সেই দলের রাজনীতি করবো কিন্তু আমার কপালই খারাপ তাই কি আর করা !! আমাগো দেশের রাজনীতিবিদরাও গাধা... ইনুচরে রাজনীতি করতে দিলে কি আর রাজনীতিবিদরা এ্যাতো খারাপ হইতো!!! ...৩৬ বছরের জংঞ্জাল সরাতে দুই বছর যথেষ্ট সময় নয়... হোমো এরশাদ (আসলে হোমো নয় হবে বোধহয় বাইসেস্কচুয়াল...!!!) এর পাবনা মানসিক হাসপাতালে পরিদর্শনের গল্পো তো সবার জানা....এরশাদকে দেখে জনৈক রুগীর প্রশ্ন আপনাকে তো চিনলাম নতুন এসেছেন ?? এরশাদ এর তো আতেঁ ঘা (আর মনে মনে কয় তুই আমার ভবিষ্যত জানলি কেমতে) বলে আমি বাংলাদেশের সকল মানুষকে মুক্তি দিতে দেশকে জঞ্জাল মুক্ত করতে এদেশের প্রেসিডেন্ট এর দায়িত্ব নিয়েছি, আপনারা কোন চিন্তা করবেননা আমি সবসময় আপনাদের সাথে আছি। রুগী হাসে আর বলে ভাই চিন্তা কইরেনা প্রথম প্রথম সবাই এই সব বলে ,কয়েকদিন থাকেন সব ঠিক হয়ে যাবে । দেশের বর্তমান সরকার নিরপেক্ষ সাধারণ নিবার্চন অনুষ্ঠিত করার দায়িত্ব নিয়ে এসেছে । কিন্তু লংকা তো এমন জায়গা তাদের কি দোষ!!! কিন্তু সরকারের আসল কাজ ছাড়া বাকি সব কাজেই ব্যাপক আগ্রহ , দেশ কি খালেদার আমলের মতোই আছে !! বরং আরো অসহনীয়, আগে গালি দেয়া যেত মনের ভার লাঘব হতো আর এখনতো তাও দেয়া যায়না । আর তার চেয়েও বড় সমস্যা আসলে রাবণটা কে ?? তবে সকল সিদ্ধান্ত যারা নিচ্ছে , জঞ্জাল পরিস্কারের উদ্যোগ এ যাদের বেশী আগ্রহ সেই সেনাবাহিনীর ইতিহাস এদেশের রাজনীতিবিদদের চেয়েও খারাপ এদেশ কি ভুলে গ্যাছে !!! সেটা ভাবার কোন অবকাশ নাই , রাজনীতিবিদের চেয়ও তাদের আগে বিচার হওয়া এবং বিষয়গুলো তদন্ত হাওয়া জরুরী ।

হত্যা, জোরজবরদস্তি করে ক্ষমতা দখল, সংবিধান লংঘন আর দুর্নীতিতে তাদের সিদ্ধহস্ততা এসবেরই বিচার হওয়া জরুরী । দেশের ব্যবসায়ীরা দুর্নীতি এবং কালো টাকার যে পাহাড় গড়েছে সেই ব্যবসায়ীদের ৮০ ভাগই তো অব । সেই অবদের হিসাব দুদকে কবে চাইবে? কিংবা আদৌ কি চাইবে নাকি দুবছর যথেষ্ট সময় নয় এই অজুহাতে আমরা আমৃত্যু দণ্ডিত হবো ?? দেশের জঞ্জাল পাবলিক সরাবে কোন বিশেষ মিশনের নিয়োগ প্রাপ্তরা নয় । .............বুঝেছ উপেন!!! ... এইসব বলে লাভ কি ? কে শোনে কার কথা ?? উপেনদের জমি বেচতেই হবে কেননা বাবু জমি কিনবে । আমরা চাই কিংবা না চাই ।

কেননা বাবুর ইচ্ছাই আমাদের ইচ্ছে !! বাবুরা বলেছেন তাহারা ক্ষমতা নেয়ায় জনগন খুশি , আন্তর্জাতিক মহলও খুশি (কোন নির্বাচিত সরকার দিয়ে তো এদেশ বেচানো যাবে না , ১৫ বছরেও তেল গ্যাসের সুরাহা হয় নাই । তাই ঘুষের টাকা গুলো ফেরত নেয়ার উদ্দেশ্যে এই দুর্নীতি বিরোধী অভিযান) তারা তো খুশি হবেই । যদি অসামরিক লোকজন কিন্তু সকল কথাবার্তা জানায় উর্দিধারীরা । সো উপেনগণ বাবুর দলিলে টিপসহি দেয়ার জন্য তৈরী হোন , হাত পরিস্কার করুণ ১৫ বছরের বদাভ্যাস ত্যাগ করে পুরোনো অভ্যাসে ফিরে আসুন । ২০০৮ সালের মধ্যে আপনাদের টিপসহি দেয়ার ব্যবস্থা করা হবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।