আমাদের কথা খুঁজে নিন

   

একদা মোবাইলে কিছুক্ষন (একান্ত, ব্যক্তিগত ও জরুরী কিছু সময় কালক্ষেপন)

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

হ্যালো ১- কি ব্যাপার কল দিচ্ছিলে কেন? হ্যালো ২- কই না তো, কল দিইনি হ্যালো ১- আরে বাবা আমার সেটে তোমার নম্বর থেকে কল এসেছে, আর তুমি কিনা বলছ ... হ্যালো ২- না না, সত্যি বলছি কল দিইনি হ্যালো ১- মিথ্যে বলে লাভ কি বল ! কল দেওনি বল মিসকল দিয়েছিলে হ্যালো ২- না না মিসকল দিতে যাব কেন, দিলে তোমাকে কলই দিতাম হ্যালো ১- কল আর মিসকল যাই বল তোমার নম্বর আমার মোবাইলে উঠেছে হ্যালো ২- আমি বুঝতে পারছিনা, কেউ আমার সেটটা ধরেছিল কিনা হ্যালো ১- বাদ দাও, কাল তোমাকে কল করেছিলাম হ্যালো ২- কখন ? হ্যালো ১- সন্ধ্যায়, অনেকবার করলাম রিং হচ্ছিল কিন্তু কোন রেসপন্স ছিলনা হ্যালো ২- কই খেয়াল করিনি তো কখন মোবাইলে কল এসেছিল হ্যালো ১- দেখ, তোমার কল লিষ্ট চেক কর হ্যালো ২- দাড়াও দেখছি হ্যালো ১- দেখছ? হ্যালো ২- দেখেছি, হু কল এসেছিল হ্যালো ১- কল দিচ্ছি, কল হচ্ছে তো হচ্ছেই হ্যালো ২- হয়েছে কি, সাউন্ড মিউট করা ছিল টের পাইনি হ্যালো ১- সাউন্ড অফ রাখ কেন ? হ্যালো ২- সাউন্ড অফ রাখিনা তেমন, কালকেই হয়ে গিয়েছিল হ্যালো ১- সাউন্ড অফ রাখলেও ভাইব্রেশন অন করে রাখবে হ্যালো ২- অন রাখি, তাও অফ ছিল (সরি) হ্যালো ১- আচ্ছা কল দিও, না পারলে মিসকল দিও হ্যালো ২- মিসকল না কলই দিব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।