আমাদের কথা খুঁজে নিন

   

পথ হারালে শ্রাবন্তিকা

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

শ্রাবন্তিকা, আবার তুমি হারালে পথ। রঙিন চশমা পরে নতুন পথের সন্ধানে। শ্রাবন্তিকা, তুমি সেথায় মরিয়া হয়ে সুখ খুঁজে ফের, কোথায় পাবে সুখ? সেখানে তো সুখ নেই, আছে ঘুটঘুটে অন্ধকার। আলোর সন্ধান পাবে কোথায়, সেখানে পাবে শুধু জীবন নামের ফাঁদ। শ্রাবন্তিকা,আমি তো আজও তোমার ভালোবাসা পাবার জন্য বসে আছি । তোমার জন্য ভালোবাসার বার্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি সারা পৃথিবীময়। আমার দৃষ্টি যতদূর যায় শুধু যেন তোমাকে খুঁজে বেড়ায়। আমার কণ্ঠের স্বরে যেন তোমার নামের ধ্বনি উচ্ছারিত হয়। শ্রাবন্তিকা, তোমার জন্য আমার বড় কষ্ট হয়, কেননা তুমি সুখের পাগল। শ্রাবন্তিকা, তুমি শুধু বোগের আশায় সুখ খোঁজ, কোথায় পাবে সুখ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।