আমাদের কথা খুঁজে নিন

   

ভাই ভালো লাগলো

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

নয়া দিগন্ত দেখলাম জেবতিক আরিফ ভাইয়ের লিখাডা ছাপা হইছে। ভালাই লাগলো সফল একডা লিখা। জোসসসসস। আসলে আমি অনলাইনে লিখাডা একবারো পড়তে পারি নাইক্কা। বোর লাগছে অনেক বার শুরু করেছি বাট শেষ করতে পারি নাইক্কা।

মাগার পত্রিকায় দেইক খা পড়লাম পুরাডা জোসস হইছে। চোক্ষে পানি আইসা পড়ে। ধন্যবাদ আরিফ ভাইকে এমন লেখা জনসাধারণকে পড়তে দেওয়ার জন্য পত্রিকায় ছাপাতে দেওয়ায়। সফল লেখা ১০০ পার্সেন্ট। আর ভালো কথা ইন্টারনেটের কয়েকটা তথ্য দেইখা টাস্কি খাইলাম।

যুক্তরাষ্ট্রে নেট স্পিড ১.৯৭ মেগাবাইট পার সেকেন্ড জাপানে ৬১ মেগাবাইট পার সেকেন্ড এবং কানাডা, ফ্রান্স ও ইংল্যান্ডে ১৭ মেগাবাইট পার সেকেন্ড সেই তুলনায় ইউ,এস,এ এত পিছায়া এইডা আমি ভাবি নাই। যাক ভালো শালারা একদিক থেইকা পিছায়া দেইখা ভালোই লাগলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।