আমাদের কথা খুঁজে নিন

   

চলুন "অফ যাই"

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

অনেকক্ষন ধরে ই পড়ছি। আমি তেমন কোন লেখক নই। বা লেখক হিসেবে বলার মতো আমার তেমন কোন লিখা ই হয়তো নেই। তাও মাঝে মাঝে লিখে রেখে যাই। যদিও ঘোমটা খোলার কোন ইচ্ছা ছিল না আমার,তবু এই ব্লগের রাজনীতিবিদ রা আমার অনিচ্ছায় ও ঘোমটা খুলিয়েছে,সেখানে আমার প্রাইভেসি ছিল খুব ন গন্য,তবু বলব এই কথা গুলু শুধু স্বরহীন নামের একজন সামহ্যার ব্লগারের আজকের ব্লগ বিষয়ক প্রতিক্রিয়া: এখানে অনেকে ই মনে করছেন এলিট গ্রুপ একটা ব্লগ সাইট খুলে বসেছে, নাক উচু ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখানে েটা ঠিক হচ্ছে না।

অনেকে ঐ এলিট সাইটের কোন লিংক দিলে ও স হ্য করতে পারছেন না। তাদের মতে এখানে এসে সচলায়তনের প্রচার করছে এখান থেকে বেছে বেছে ব্লগার নিয়ে নিচ্ছে তারা এখান থেকে চলে গিয়েছে, অথচ এখানকার সাহায্য নিচ্ছে নিজেদের ব্লগ সাইটের জন্য। এখন কথা হচ্ছে, এটা একটা ব্লগ সাইট, যার ইচ্ছা লিখবে, যার ইচ্ছা লিখবে না। যার ইচ্ছা এখান থেকে একেবারে চলে, আবার ফিরে আসবে(এমন ঘটনা অনেক বার ঘটেছে) যার ইচ্ছা ওখানে লিখবে এটা এখানে ও প্রকাশ করবে(অনেকে ই ব্লগ স্পটের লিখা এখানে দেয় এবং লিংক দেয়) কেউ কোরান শিক্ষার আসর খুলবে, কেউ এর বিরোধী অবস্থানে যাবে। কেউ রাজাকার জামাতী প্রচার চালাবে, কেউ এর বিরোধিতা করবে।

এতে কারো কিছু বলার নাই। যদি কোন বিষয়ে আপত্তি থাকে সেটা থাকবে কতৃপক্ষের। আমি আপনি বলার কে? আমি আপনি বলে কি ই বা করতে পারছি?আমি আপনি বলে জামাতের প্রচারনা বন্ধ করতে পারছি ? পারি নাই। কারন কতৃপক্ষ চায় নাই তা বন্ধ হোক। কিন্তু অনেক কিছু ই বন্ধ হয়েছে যা কতৃপক্ষ চায় নি, অথচ বিচার সমান হয়নি।

তাও মেনে নিতে হয়েছে। এখন ও আমার এক কথা, এখন যারা সচলায়তনের নাম দেখে ই চিৎকার চেচামেচী করছে তাদের কতটা রাইট আছে করার? এটা কি সমহয়্যার ইন এর রুলস এন্ড র‌্যাগুলেশনের বাইরে কিছু?যদি তাই হয় তা হলে ব্লগ স্পটেট লিংক দেয়া বন্ধ করুক,সামহয়্যার ভিন্ন যেকোন লিখার সাইটের লিংক বা নামোচ্চারন বন্ধ করুক। যদিও জানি কতৃপক্ষ এতোটা যৌক্তিক কখনও ই ছিল না ,তা হলে তারা বলে দিক এই সাইটে "সচলায়তনে"এর কোন নামোচ্ছারন চলবে না, এর কোন লিংক দেয়া চলবে না,সেখানে যারা লিখে তারা এইখানে লিখতে পারবে না, সচলায়তন নিয়ে কোন কথা বলা চলবে না....... তারা বলে দিলে সব হবে, নয়তো আপনি আমি কে বলার? কে কি লিখলো তা নিয়ে তার অধিকার ক্ষুন্ন করার? যারা করছেন তারা কি কতৃপক্ষ? যদি তাই হয় তাও বলুন....আর যদি না হন, তা হলে আপনাদের সমস্যার কথা কতৃপক্ষকে বলেন, বলেন আপনাদের মন মতো ব্যাবস্থা নিতে, এর আগ পর্যন্ত "অফ যান"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।