আমাদের কথা খুঁজে নিন

   

লোভ কী আত্মহননে প্রলুব্ধ করে?

কত প্রতীক্ষা গেল হলো না সূর্যোদয়

বিষয়টা মানতে পারছিনা কোনভাবেই। একজন সৎ মানুষ কীভাবে এতটা অসৎ হয়ে যায় এ বিষয়টি কোনভাবেই আত্মস্থ করতে পারছি না। সৎ হবার জন্যে সহায়ক বিষয়গুলোর দিকে যতবার তাকিয়েছি ততবার মনে হয়েছে এগুলোর তার কোনই অভাব নেই তাহলে লোকটি অসৎ হলো কেন? শেষে একদিন ধারনাটা একেবারে জলবৎতরলং হয়ে গেল যেদিন তিনি আত্ম হত্যা করলেন। তার আত্মহত্যার পর নিজ হাতে লেখা একটা চিরকুট পাওয়া গিয়েছিল তার বালিশের নিচে। মৃত্যুর আগে তিনি খুব যত্ন করে লিখে গেছেন আমার এই মৃত্যুর জন্য আমার লোভ ছাড়া আর কেউ দায়ী নয়।

ব্যাপারটা দাড়ালো সব আছে তবুও তিনি লোভ সম্বরন করতে পারছেন না। কেন পারছেন না? পারছেন না এজন্যই যে তিনি আরও পেতে চাইছেন। ভয়াবহ ব্যাপার হল তিনি বুঝতে পারছেন তিনি কী করছেন কিন্তু তিনি সেখান থেকে সরে আসতে পারছেন না। সম্ভবত এখান থেকেই তার বিবেকের দংশন শুরু আর বিবেকের এই ভয়াল দংশনেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। যখন তার বাড়িতে পৌছলাম, তার নিথর শরীর,উদ্ভ্রান্ত পাথর দৃষ্টি হয়তোবা পৃথিবীর প্রতি বুকে জমানো সমস্ত ঘৃণা উগড়ে দিচ্ছে।

সমস্ত ঘৃণা উগরে দিচ্ছে আমাদের প্রতি- তিনি তো বাচতে চেয়েছিলেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।