আমাদের কথা খুঁজে নিন

   

ইখ্‌লাস (নিষ্ঠা) ও নিয়্যত (অভিপ্রায়) সম্পর্কিত হাদিস

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে। "

আমীরুল মুমিমীন উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি - সমস্ত কাজের ফলাফল নিয়্যত অনুযায়ী হবে। প্রত্যেকেই যে নিয়্যতে কাজ করবে সে তাই পাবে। কাজেই যার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির জন্য হয়েছে তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির জন্যই হয়েছে বলে পরিগণিত হবে।

আর যে ব্যক্তি কোন পার্থিব স্বার্থ লাভের অভিপ্রায়ে বা কোন নারীকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করে, তার হিজরত উক্ত উদ্দেশ্যেই হয়েছে বলে পরিগণিত হবে। (বুখারী ও মুসলিম) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন - আল্লাহ তোমাদের শরীর ও চেহারার প্রতি ভ্রূক্ষেপ করেন না, বরং তোমাদের মনের ও কর্মের দিকে দৃষ্টিপাত করেন। (মুসলিম) আবু বাকরা নুফাই ইবনুল হারিস আস-সাকাফী (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন - দু'জন মুসলিম তাদের নিজ নিজ তরবারি নিয়ে পরস্পর সংঘর্ষে লিপ্ত হলে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই দোযখবাসী।

আবু বাকরা (রা) জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ! একজন তো হত্যাকারী, নিহত ব্যক্তির কি হলো যে সেও দোযখবাসী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সেও তার প্রতিপক্ষকে হত্যা করার আকাঙ্খী ছিল। (বুখারী ও মুসলিম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।