আমাদের কথা খুঁজে নিন

   

= ব্যথিত রাতি প্রভাত

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

এই পৃথিবীর সব ব্যথা যদি দাও এ বুকে, তবুও আমায় পাবে তাদের সারিতে যারা এখনো রয়েছে সুখে। যারা আল্লাহর বাণী-মাঝে হারিয়েছে আর ফিরছে ল'য়ে মুখে মুখে। । আমি তো ব্যথা নিয়ে জন্মেছি এই ধরা মাঝে, জীবন জুড়ে তাই কেবলি ব্যথা পাই প্রতিটি কাজে কাজে। একদিন চলে যাব শেষ ব্যাথাটুকু ল'য়ে জীবন সাঁঝের দেনা চুকে।

। জানি এ ব্যথার জ্বালার অবসান হবে একদিন, স্বপ্ন দীঘল রাতি দেখবো পাড়ি দিয়ে; সূর্য রঙিন। জীবন ভরবে হায়! প্রভু-প্রেম সুষমায় খুশীই র'বে শুধু বুকে। । (সংগীত) ০৬.১০.২০০০ রয়েল কমিশন, ইয়ানবো সৌদি আরব।

ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।