আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী মন...

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

তার মনটা এতই নরম যে খুব অল্পতেই পানি চলে আসে, গলা ধরে যায় । কিন্তু সেই পানি ত সবার সামনে ফেলা যাবে না । ফেলতে হবে নিভৃতে,নিরবে । সব অভিমান এসে জড়ো হবে তখন । চেপে রাখা অভিমানের টানে গড়িয়ে পড়বে বাঁ চোখের একফোঁটা জল ।

হাতের উল্টোপিঠে তা মুছে যাবে কিছুক্ষণেই, বর্ষার ছায়া থেকে যাবে ভেজা আকাশ হয়ে চোখে,মুখে,মনে । এত নরম মন কেন হে তোমার ? এত সহজেই চোখ ভিজে উঠে ? হা হা হা, জান না এটা একটা রোগ ? কঠিন পৃথিবীতে এত তুলতুলে আধার পাবে হে কোথায় । ভেজা গলায় সে বলে... কেউ ভাল না, সবাই একরকম! Everybody hurts. আমি সরল প্রাণে, পণ করি; বন্ধু হবে ? উপকারী বন্ধু... ? আমি আর সবার মতো না, আমার কাছ থেকে কখনও আঘাত পাবে না । সে ভেজা চোখে তাকায়, বড় বড় দুটি চোখ যেন বিশ্বাসের পূর্ণ প্রতিবিম্ব । অচিরে নিয়তি দুজনকেই আড়ালে ডেকে নিয়ে আবারো বুঝিয়ে দেয় Everybody hurts. হা হা হা অভিমানী মন... কোথা গেলে পাবা প্রাণ বন্ধু জন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।