আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাংকার জন্য কোলাজ

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

ব্রাংকার সাথে ব্লগের মাধ্যমেই পরিচয়। পাওলো কোয়েলহোর আল কেমিস্ট বইটায় 'মাকতুব' (এভরিথিং ইজ রিটেন) বলে যে অদ্ভুত শব্দটা তার অর্থ নিয়ে লেখা কয়েক সিরিজ পোস্টের কল্যানে, যেটাকে গুগল বাবা মাকতুব শব্দের সার্চে প্রথেমই তুলে দেয়। ব্রাংকা থাকে সেই ভূমধ্যসাগরের কাছে একটা ছোট্ট অদ্ভুত সুন্দর দ্বীপে। ও বলছিলো বাড়ি থেকে বায়ে ৫ মিনিট হাটলে সাগরের তীর যেখানে প্রায়ই ব্রাংকার নীল জলে চলে সাতার কাঁটা। ওর বাড়িতে নিজের যতন করে গড়া একটা বাগান আছে। ও নাম দিয়েছে সিক্রেট গার্ডেন। ওর লেখা লাইন সাজিয়ে তাই যখন কবিতাটা গড়েছিলাম তখন সেটায় ওর নাম লিখেছি, দি সিক্রেট গার্ডেনার, ব্রাংকা। খুব বন্ধু ব্রাংকার একটা ছবি নিয়ে কোলাজ করছিলাম। আর ওর চিঠি থেকে গড়া কবিতাটা এখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.