আমাদের কথা খুঁজে নিন

   

সবগুলো হঠাৎ নিয়ে থেমে গেলাম যেখানে...

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

-এক- হঠাৎ করেই কতোকিছু- হঠাৎ করেই মন খারাপ করে হঠাৎ করেই ভালো লাগে ভালোবাসি হঠাৎ করেই হঠাৎ আছে বলেই বেঁচে থাকা আবার হঠাৎ করেই মৃত্যু । । ---------------------------২৮.০৭.২০০৬ -দুই- হঠাৎ করেই আবার মনে পড়ে- ফেলে আসা কিছু সময়, যে মুহূর্তগুলো হঠাৎ করেই আনন্দ দিয়েছিলো কখনো বা দুঃখ। মনে পড়ে প্রিয় কিছু কথা - যা শুনা হয়নি কখনো- এখনো। ।

---------------------------২৯.০৭.২০০৬ -তিন- হঠাৎ করেই মনে পড়ে অপূর্ণ কিছু স্বপ্ন আশার বাঁধে বেঁধেছিলাম সুখের কিছু লগ্ন। হঠাৎ করেই ভেসে আসে ফেলে আসা অতীত সবকিছুই যখন ছিলো প্রশ্নাতীত। আমি খুঁজিনি কখনো আকাশের মানে তবুও হঠাৎ হারিয়ে যেতাম কিসের টানে! ভাবছি বসে হঠাৎ করেই হঠাৎ অতীত আসবে ফিরে ডাকবে আমায় আবার পথের ধারে... ---------------------------০৮.০৮.২০০৬ -চার- হঠাৎ করেই হারিয়ে যাওয়া তুমি হঠাৎ একদিন হয়তো আসবে ফিরে। বলবো না তখন হঠাৎ করেই 'এতোদিন তুমি কোথায় ছিলে?' জড়িয়ে নেবো তোমায় আবার সেই ভালোবাসার বন্ধনে, যদিও জানি হঠাৎ এই যাওয়া-আসা করবে খেলা একান্ত গোপনে। এ যেন মেঘলা দিনে এক টুকরো হঠাৎ রোদ্দুর কখনো বা হীম সন্ধেবেলা হঠাৎ বৃষ্টিতে মন খারাপের সমুদ্দুর।

----------------------------------------------২৯.০৭.২০০৬ -পাঁচ- হঠাৎ করেই... হঠাৎ যদি... হঠাৎ একদিন... হঠাৎ আমি... হঠাৎ তুমি... হঠাৎ অতীত... ... সেদিন হঠাৎ-৪ লেখার পর থেকেই যা-ই লেখার চেষ্টা করি না কেন তার মাঝে হঠাৎ অনুপ্রবেশ করে। শুধুই হঠাৎ-এর হঠাৎ খেলা চলছে অবিরাম। তাই তো বলছি হঠাৎ ভাইরাসে আক্রান্ত আমি কী যে করি... হঠাৎ করেই হঠাৎ-এর হঠাৎ আগমন হঠাৎ হাসি হঠাৎ কান্না হঠাৎ-এর এমনি কতো হঠাৎ আয়োজন! হঠাৎ ছাড়া কিছু লেখা আমার দ্বারা সম্ভবপর হচ্ছে না। দুদিন মস্তিষ্ককে বিশ্রাম দিয়েছি এবং আজ আবার কিছু লেখার চেষ্টা করতেই... হঠাৎ করে হঠাৎ যদি হঠাৎ একদিন যায় হারিয়ে যাবে কি হঠাৎ কেউ হঠাৎ সীমান্ত পেরিয়ে! ভাবছি তাই হঠাৎ মুক্তি কবে পাবো। নাকি সব ভুলে হঠাৎ কাছে চলে যাবো... নাকি চিৎকার করে বলবোঃ হঠাৎ করেই হঠাৎ-এর হবে কবে সেই হঠাৎ প্রস্থান? ----------------------------------------০২.১০.২০০৬ _________________________________


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.