আমাদের কথা খুঁজে নিন

   

এই তো ভবের হাট

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

এই তো ভবের হাট রাত পোহালে এক সকালে তোষক ছাড়া হয়তো মাটির খাট। এই তো ভবের হাট রোজ রোজ দেখ বদলায় কত স্বপ্ন মাখা রঙিন ভাবের পাট। এইতো ভবের হাট বেঁচা কেনার পর্ব মাঝে বারেবারে ভাঙে গড়ে জীবন নামের ঘাট। এইতো ভবের হাট বাড়বে কমবে সময় হলেই ভাব সাধনার সর্বময়ী ঠাঁট। এই তো ভবের হাট আজকে না হয় বৃষ্টি হবে কাল তো হবে খরা আজকে না হয় শুধুই তুমি কাল যে রবে ওরা; এই তো ভবের হাট বুঝি বুঝি, আর বুঝিনা, বাট... বাট মানে কিন্তুতে এসে থেমে যায়...ভব, ও ভব তোমার কারনে তোমার বারনে অথবা তোমরই স্মরণে এই যে হাটে এই যে আসি এই যে ঘুরি এই যে মোদের কত জারি জুরি , আগা নেই , গোড়া নেই।

কেউ তবু খুঁজে পায় , বলে যায় অন্তত পেয়েছে শিকড়, আবার কেউ মগডাল । অবিশ্বাসী , তবুও আত্মসর্বনাশী অথবা সময়ের কাছে সমর্পণকারী । তাইতো আমি ভ্রমন বিলাসী । উহাই যে সান্তনার সর্বোত্তম সহজতম উপায়। উহাই যে আমাকে ভব হাটে বানায়েছে আরও খানিক অ্যভন্তরীণ ভাবুক।

তাই দূর থেকে দেখে দেখে হই যে ভাবুক। আসি যাই, ভবের হাটে । আসি যাই । প্রভাতের পরবর্তীবেলায়, ঐ ছুটে যাই সাগর তীরে রূপের মেলায়। প্রকৃতির রূপ , খুলে আছে অবগুণ্ঠন, একটু দৃষ্টি , দেখে ফেলার মাঝে আনন্দ আর উপভোগ কত মহাসৃষ্টি , দর্শকের মনেই অবাধে সাধে ঝড়ে আর ঝড়ে বৃষ্টি, চারুঅঙ্গনে মনে কত কারু চিত্র ও কৃষ্টি ।

মনবোকা , শান্তির চয়নে হয়তো পথিক, ঠিক কি বেঠিক , অতো কি আর ভাবলে হয়, সময় যে আপন নিয়মে শেষ হয়, ক্ষয় হয় , ক্ষয় হয়, কোন ভবই নয় অক্ষয়, নয় অক্ষয়। ২২/০৬/০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।