আমাদের কথা খুঁজে নিন

   

নৈশ ট্রেন

জীবনের শুরুটা মৃত্যুরই নামান্তর।জিজ্ঞেস করি!!

নৈশ ট্রেন ছুটছে অবিরাম পাগলপ্রায় অদ্ভুত ট্রেনের মাঝে চলার কোন শব্দ নেই রাতরে ট্রেন বলে কয়লাগুলো কি জ্বলছে না। বিবেকের আহ্বান শুনেছি শুদ্ধি চাইনি অপ্রিয় ভালবাসার কথা তেঁতো তেঁতো লাগে অর্দ্ধেক শুদ্ধি পেয়েছি কখন নক্ষত্র দেখিনি। বিস্ফোরনের ভয়ে হৃদয়ে ভাবছিনা কোন কথা হাজার গাংচিল উড়ে গুনে পেরে উঠা অসম্ভব আধাঁর ভেদ করে উড়ে আসে সাদা পাখি। দুপুর দেখা হয়নি বলে একাকী বুঝিনা রাতের পিঠে অসংখ্য বছর একেবারে প্রবীন যাবো আজ হারিয়ে ভ্রমনের লোভে। কাউকে ছুঁয়ে যাব নক্ষত্র দেখব বলে ভোর হলে আলো সহ্য হবে কি। পাখিদের স্বর কি বুঝবে? রাতের হিমেল হাওয়ায়। এসো আবার- রোদিকা রোদ হয়ে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।