আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারন সব ফিচার নিয়ে এর অপেরা মিনি ৪

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সেই বাংলাদেশকে খুঁজছি..............

আমি জানি আপনার যারা মোবাইলে ইন্টারনেটা ব্যবহার করেন তাদের অধিকাংশ অপেরামিনি ব্যবহার করে থাকেন। কারন মোবাইলের ডিফল্ট ব্রাউজার হতে এতে কম খরচে ব্রাউজ করা যায় । এমন কি পিসির জন্যতৈরী সাইটও ব্রাউজ করা যায়। অপেরা মিনি সম্প্রতি নতুন ভারসন রিলিজ করেছে অপেরা মিনি ৪। কি নতুন আছে এতে। বলতে পারি বড় পরির্বতন এসেছে এতে বিশেষ পরির্বতন গুলো হল * আগে ওয়াপ নয় অরথাত (ধুর রেফলেখায় সমস্যা আছে নাকি) পিসির জন্য তৈরী সাইটগুলো অপেরামোবাইলে দেখার সময় ইমেজসহ পুরো সাইট টি ভেঙ্গে এলোমেল ভাবে আসতো । তাই অপেরা নতুন ভাবে যুক্ত করেছে * জুম ফিচার *এর মাধ্যমে আপনি পুরো সাইটটির ক্ষুদ্র অবস্থায় দেখতে পাবেন ভেঙ্গে ভেঙ্গে নয় একবারে পিসিতে যেমন দেখতে পান। * সাথে এবার যুক্ত করা হয়ে পিসির মত মাইস পয়েন্টার ও। হ্যা সত্যি বলছি। এই মাউস পয়েন্টার দিয়ে আপনি পুরো সাইটটির প্রতিটা অংশ জুম করে দেখতে পাবেন আর বাকি ফিচার গুলো জানতে এখানে ভিজিট করুন http://www.operamini.com/beta/features/ আর মোবাইলে ওয়াপ থেকে বেটা ভারসনটি ডাউনলোড করতে হলে মোবাইল থেকে এই লিন্কে যান: mini.opera.com/beta এবং মোবাইলে ব্রাউজ করুন পিসির মত (ক্লোজআপহাসি) এনজয়.........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.