আমাদের কথা খুঁজে নিন

   

' Fuck America with your own atom bomb'

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

আল্যান গিনসবার্গ , আমেরিকার প্রখ্যাত কবি । ষাটের দশকের দুনিয়া মাতানো কবি । যেখানেই অন্যায় সেখানেই তার সোচ্চার প্রতিবাদ ।

১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় তিনি সেই গণহত্যা আর শরনার্থীদের দুঃখ-দুর্দশা দেখতে এসেছিলেন , তিনি সীমান্ত দিয়ে বাংলাদেশেরও নানা অংশ ঘুরে যান । তিনি এসময় লেখেন তার একটি বিখ্যাত কবিতা 'সেপ্টেম্বর অন যশোর রোড' সেই কবিতার অংশ বিশেষ থেকেই মৌসুমী ভৌমিক-এর 'যশোর রোড' গান । সেই গানটি এখন সবারই শোনা । গিনসবার্গ তার কবিতায় যশোর রোড ওর একটি ভিজুয়্যাল বর্ণনা দিয়েছিলেন , যা পাঠক এর চোখের পর্দায় খুব সহজেই ১৯৭১ এর ছবি হয়ে ফুটে উঠে । মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গড়ে তুলতে গিনসবার্গ যথেষ্ট ভূমিকা ছিল ।

ষাটের দশকের টাল-মাতাল বিশ্বে গিনসবার্গ ছিলেন খুবই ক্ষমতাধর একজন কবি । অ্যাটম বোম নিয়ে তার দেশের প্রতি সেই বিখ্যাত উচ্চারণ ' Fuck America with your own atom bomb' । গিনসবার্গ ভিয়েতনাম যুদ্ধের তীব্র বিরোধী ছিলেন । আমেরিকা অন্যায ভাবে ভিয়েতনামের উপর সেই যুদ্ধ চাপিয়ে দিয়েছিল যেমন এখন ইরাক আফগানে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে । সাম্রাজবাদী এই আমেরিকা যেখানেই গেছে সেখানে মানবতা বিরোধী কর্মকাণ্ড করেছে ,করছে এবং করবে ।

আমাদের নব্য দালাল্ ইউনুস-কামাল-বদদোজা যেভাবে আমেরিকার দালারীতে ব্যস্ত তা নিয়ে আমি ভীত । ভিয়েতনাএ আমেরিকারনদের নিত্য দিনের জীবন । এই জানোয়ারদের আমরা কি করে দালালী করি?বিশ্ব কি আজ অন্ধ ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।