আমাদের কথা খুঁজে নিন

   

এক চিলতে সুখ চাই

নিজেকে জানার জোননোই ঘুরে বেরাই

নরকের দরজা খুলে প্রবেশ করেছিলাম শেই ছোট্ট কালে, তাই তো নরকের মতনই হৃদয়ের গভীরে জন কীর্ণ জালা অন্ধকারে হাঁটছি শেই অনেক আগে থিকেই ,এখন আমি ক্লান্ত, তমাদের কাছে এখন চাইতে এসেছি !! ফিরিয়ে দিওনা আমায় !!!! মনে করোনা কারি কারি টাকা বাহ বিলাসিতা ভরা কন মুহূর্ত, বা শুনিলের শেই চিঁর প্রেমিকা নিলার দুর্লভ ভালবাসা, বাহ নাম করা কোন কবির লেখা জন পরিচিত শেই কবিতা, আমি এক চিলতে সুখ চাইতে এসেছি দেবে আমায় ??? এর জন্যে জেতে হবেনা তমায়,দূর বহুদূর শেই অট্টালিকার চুরাই , নাইবা ছিনিয়ে আনতে হবে আব্রাহাম লিঙ্কন এর শেই জীবন্ত পতিছছবির মূর্তি, না জানাতে হবেনা মোনালিসা শেই আশ্চর্য হাশির রহস্য, নাহ আনতে হবে পাহাড়ি অই মেয়েটার খুব যতন করে পরা পায়ের নূপুর, ভালবেসে শুধু মনে রেখ , দিয়ো আমায় কোন এক সমায় ক্লান্ত কোন দুপুর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।