আমাদের কথা খুঁজে নিন

   

যদি ঠেকানো যেত... হয়তো বাঁচতো কিছু প্রান...

সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....

ধস একটি প্রাকৃতিক বিপর্যয় এটা সত্যি। কিন্তু অনেক সময় মানুষই ধসের কারন হয়ে দাড়ায়। আমাদের এখানে দার্জিলিং, গ্যাংটক থেকে শুরু করে নেপাল পর্যন্ত যত ধস নেমেছে এবং নামছে তার অধিকাংশই প্রাকৃতিক হলেও মানুষ একটি বড় কারন। যদি ঠেকানো যেত... হয়তো বাঁচতো কিছু প্রান... কিছু উদাহারন দেওয়া হল: ১. পাহাড়ের ঢালে যেখানে সেখানে বসতি স্থাপন। ২. পাহাড়ের স্বাভাবিক গঠনকে ক্ষতিগ্রস্থ করা।

৩. বৃষ্টি এবং ঝোরার জলের স্বাভাবিক গতি রোধ করা। ৪. বেহিসাবী চলার পথ তৈরী করা। ৫. আবর্জনার যথাযথ নিষ্কাষণের ব্যবস্থা না করা। ৬. প্লাস্টিক ব্যবহার বৃদ্ধি। (পাহাড়ী এলাকায় প্লাস্টিক একটি বড় সমস্যা হওয়ায় দার্জিলিং, সিকিম এলাকায় এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে)।

৭. বনাঞ্চল ধ্বংস করা। এই বিষয়গুলির সমাধান করা গেলে ধস কিছুটা হলেও ঠেকানো যেতে পারে। চট্টগ্রামের বিপর্যয় একটি দূর্ঘটনা হলেও এই ঘটনার জন্যও মানুষ অনেকাংশে দায়ী। আজ অনেকেই এই বিপর্যয়ে সাহায্য করতে এগিয়ে এসেছেন। সাহায্য করবেন, একদিন সবাইকে ফেরতও আসতে হবে।

তবে আমার মনে হয় পরবর্তীতে বিষয়গুলি সম্পর্কে মানুষকে সচেতন করারও প্রয়োজন রয়েছে যাতে এইধরনের বিপর্যয় অনেকাংশে এড়ানো যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।