আমাদের কথা খুঁজে নিন

   

বলুনতো দেখি--১ (ছাগুরা কয় পদী)

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

আমাদের ডাক্তারের সাইন বোর্ডের একটা প্রচলিত লিখন,চর্ম যৌন ও সেক্স বিশেষজ্ঞ । জানিনা যৌন ও সেক্স এর মধ্যে পার্থক্য কি ? এমন সাইনবোর্ড দেখে এক দম্পতি ডাঃ চেম্বারে গেলেন । পুরুষ রুগীর সঙ্গের মহিলা বোরখা পরা ।

ডাঃ রুগীদের কাছে সমস্যা জানতে চাইলেন । রুগী বললেন ভয়াবহ ব্যক্তিগত সমস্যা ,একটু নির্জনে বলবেন । ডাঃ চেম্বার ফাকা করলেন । এবার রুগী বললেন তিনি যখন স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হন তখন । দ্ভুত শব্দ হয় ।

ডাঃ জানতে চাইলেন, কেমন শব্দ ?? তখন রুগী বললেন সেটা বলতে পারব না ,তাহলে করে দেখাতে হবে । ডাঃ ও বললেন ঠিক আছে । তিনি সঙ্গম শুরু করলেন এবং শেষ করলেন । ডাঃ বললেন বুঝলাম না তো কি সমস্যা ? কেমন শব্দ ?? তখন রুগী বললেন তাহলে এবার ভালো করে খেয়াল করুন বলে রুগী আবার সঙ্গম শুরু করলেন এবং শেষ করলেন এবং তারপর বললেন , ডাঃ সাহেব এবার বুঝতে পেরেছেন?? ডাঃ বললেন ওগ হ্যা এবার বোধহয় বুঝতে পেরেছি কেমন শব্দ ?? বলে ডাঃ বললেন দেখুন তো আমি একবার করে দেখাই ঠিক আছে কিনা?? বলে ডাঃ সঙ্গম শুরু করলেন এবং শেষ করে বললেন হুম বুঝতে পেরেছি । তারপর ডাঃ খুব গম্ভীর মুখে প্রেসক্রিশন করে বললেন এ ওষুধ গুলো খেতে হবে আর আগামী কয়েকদিন আপনাদের বিকেলে আসতে হবে ।

কিন্তু ২-৩ দিন অপেক্ষা করেও রুগীদের আর দেখা পাওয়া গেল না । ২-৩ মাস পর এক বিয়ে বাড়িতে রুগী এবং ডাঃ এর দেখা হলো কিন্তু দুজনই অচেনা ভাব করলেন । একটু পর ডাঃ রুগীকে ইশারা করে বন্ধুদের দেখালেন । ওই রুগীর স্ত্রীর সাথে কিভাবে সেক্স করেছিলেন তাই হাসতে হাসতে রসিয়ে রসিয়ে বলতে লাগলেন । আর ওদিকে রুগী তার ব্নধুদের ডাঃ কে দেখিয়ে বলতেন লাগলেন দেখ ডাঃ ব্যাটা একটা আস্ত ছাগল ।

বন্ধুরা বললো কেন??তকন ওই রুগী বললেন আমি একদিন এক পতিতা ভাড়া করে কোথায় সিস্টেম করব জায়গা পাচ্ছিলাম না । থখন ওই ব্যাটার চেম্বারে গিয়ে রুগী সেজে সেক্স করলাম আর ও ব্যাটা আমার বউ ভেবে নিজে ও লাগালো ......... ------------------------------------------------------ উপরের চুটকি টা পড়ার আগে ছ' বর্গীয় এবং গোত্রীয় কিছু ব্লগার চিন্তা করতে লাগলো, ইহা কি আমাদের উদ্দেশ্যে??কিছু আধুনিক ইংলিশ ছ বললো নো ম্যান ইহা মে বি জোকস । অন্যরা বললো না ইহা আমাদেরকে উদ্দেশ্য করিয়া লেখা । বললো কেননা এখানে ছ শব্দটা ব্যবহার হইয়াছে যা আমাদের প্রতি ইংগিত করা হইয়াছে । সুতরাং ইহার প্রতিবাদ করা প্রয়োজন ।

তখন অন্যরা বললো তাহলে তো আমরা ছাগল বলিয়া স্বীকার করিয়া নিলাম । কিন্তু আমরা তো সবাই সরাসরি ছাগল নই । হয়তো ছাগুর মতাদর্শ ধারণ করি কিন্তু......তাহাইলে ??? তখন আরেকজন লাফাইয়া উঠিল এবং বলিলো প্রতিবাদের উপায় খুজিয়া পাইয়াছি । এখানে ইসলামকে ব্যঙ্গ করা হইয়াছে । এখানে বোরখা শব্দ ব্যবহার করিয়া ইসলামের অবমাননা কর হইয়াছে ।

তখন সবাই একযোগে সহমত পোষন করল । ------------------------------------------------------ বলুনতো দেখি--- ১.ওপরের গল্পের ছাগুরা কয় পদী?? ২.ছাগুদের মতাদর্শ কি??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।