আমাদের কথা খুঁজে নিন

   

ভর দুপুরের সূর্যছবি

আপাততঃ খই ভাজি...

দুপুরবেলা। ভার্সিটি বন্ধ। কাজকর্ম নাই। বাসায় বন্ধুর সাথে বসে বসে দুজন মিলে তার গুগলপেইজ ডিজাইন করছি এরকম সময়ে কারেন্ট চলে গেলো। আমাদের একতলা বাসা।

ছাদের গরম নেমে আসে। কারেন্ট ছাড়া বাসায় এক মুহূর্ত বসে কার সাধ্য! এত রোদে বাইরে যেতেও ইচ্ছা করছে না। তাই বন্ধুসহ ছাদে উঠে গেলাম। বাসার একদিকে বাউন্ডারি ওয়ালের পাশে কয়েকটা মাঝারি আম-কাঁঠাল গাছ আছে আমাদের। সে কারনে ছাদের একপাশটায় বেশ ছায়া।

ওখানেই ইট বিছিয়ে বসে পড়লাম দুজন। বসে বসেই সূর্যের ছবি তোলা। মাথার উপর ক্যামেরা ধরে আন্দাজে- ক্লিক ক্লিক। রেজাল্ট দেখুন আপনারা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।