আমাদের কথা খুঁজে নিন

   

টিউব লাইট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

নতুন শব্দ হিসাবে টিউব লাইটের কোনো সম্ভাবনা আমি দেখি না। শব্দ হিসাবে এটা ভাল বটে, কিন্তু নতুন নয়। টিউব লাইট নিয়ে বাঙালি অনেক ভুগেছে। এ বঙ্গে আমি এমন কোনো টিউবলাইট দেখলাম না যা জ্বলতে কোনো সমস্যা হয় না।

অন্যান্যদেরও নিশ্চয়ই একই অভিজ্ঞতা। স্বাভাবিক অবস্থাতেও টিউব লাইট জ্বলতে একটু দেরি করে। তাই অপেক্ষাকৃত স্লো ব্যক্তিদের টিউব লাইট বলা হয়। আগে গণ্ডারের চামড়া শব্দটা ব্যবহৃত হতো। এখন গণ্ডারের চামড়ার বদলেও টিউব লাইট কথাটা শোনা যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।