আমাদের কথা খুঁজে নিন

   

৩০ লক্ষ বাঙালির মৃত্যু পশুদের ঘৃণা করতে শেখায়।

আপাততঃ খই ভাজি...

( জায়নামাজে বসে অঝোরে কাঁদা বৃদ্ধ মায়ের প্রতি, মা, তাঁর অপমানিত কন্যা ও শহীদ সন্তানের প্রতি) পঙ্গপালে ছেয়ে গেছে দশদিক তবু তার মাঝ দিয়ে এখনো আকাশ দেখা যায় অপমানে, ঘৃণায় চোখ বুজে আসছে তবু, মাঝে মাঝে দুহাত উপরে উঠে আসে- মুঠি পাকানো দূর্বল দুহাত; শক্ত বুটের লাথি নেমে আসে তার'পর। আঙুল ভেঙে গুঁড়িয়ে যায়। রক্তাক্ত শরীর, পা, বুক চিরে বেয়নেট নিচের মাটিতে গাঁথে। আরেকটু, আরেকটু বাতাসের জন্য ফুসফুস ফুলে ওঠে শেষবারের মতন। পুরোপুরি নিভে যাবার আগে চোখে আগুন জ্বলে উঠে ছড়িয়ে পড়ে মহল্লায়-বাঁকে-গলিতে বলে, আমৃত্যু ঘৃণার অহঙ্কারে তুই বেঁচে থাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।