আমাদের কথা খুঁজে নিন

   

~রব বাউল~



প্রায় কৈশরে রব বাউলের গান শুনি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের মাজারে, 'এ সব দেখি কানার হাট বাজার।'.. যেমন তার কোকিল কন্ঠ, তেমনি তার দোতারার মূর্ছনা! আর যে অল্প কয়েকজন বাউল সাঁইজির তত্বকথা জানেন, রব বাউল তাদেরই একজন। তো আমার গোল্ড মেডেলিস্ট ফটো সাংবাদিক বন্ধু সাহাদাত পারভেজ অঞ্চলের ছবি খুঁজতে গিয়ে, অনেকদিন পর আবার রব বাউলকে দেখলাম না ঠিকই, তবে খুঁজে পেলাম বিমল দাস বাউলের একটি অসাধারণ ছবি। যৌবনের রব বাউলের সঙ্গে তার বেশভূষার আদলে অনেকটাই মিল। আর সঙ্গে পেলাম বাউলদের ওপর একটা ছোট্ট ফিচার। সেই ছবি আর ফিচারটা পাওয়া যাবে এখানে এখনো যেনো রব বাউলের গান ভেসে আসছে, ‍'...এক কানা কয় আরেক কানা রে, চল দেখি যাই ভব পারে, নিজেই কানা পথ চেনে না, অন্যরে করে পারাপার, এ সব দেখি কানার হাট -- বাজার'...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।