আমাদের কথা খুঁজে নিন

   

টেকনিকাল ডিজাইন



টেকনিকাল ডিজাইন.. এর প্রধান বৈশিষ্ট হচ্ছে এটা অন্য ডিজাইনের চেয়ে একটু ভিন্নতর।সাধারন ডিজাইনের মধ্যে আর টেকনিকাল ডিজাইনের মধ্যে প্রধান যেই জিনিসটি চোখে পড়বে সেটা হচ্ছে মিস্যুর বা ডিমেনশন সহজ ভাষায় বললে বলা যায় মাপ। টেকনিকাল ডিজাইনের মধ্যে মাপটা থাকে পরিপূর্নভাবে যেটা সাধারন ডিজাইনে প্রয়োজন পড়ে না। আমরা যারা টেকনিকাল ডিজাইনের উপর পড়াশুনা করছি বা টেকনিকাল ডিজাইন করতে আগ্রহী তাদের প্রথমে যেই ব্যপারটি স্মরন করে দিতে চাই.. সাধারন ডিজাইনের মত এটা না তাই এটার ব্যপারে মাপটা যেন সব সময় ঠিক থাকে। আর কোন ডিজাইন কম্পিউটারের কোন প্রোগ্রামের মধ্যে নিতে চাইলে প্রথম নিজে নিজে কাগজে একটা ডিজাইন করে নেয়া অতি গুরুত্বপূর্ন। কেননা প্রথমেই কম্পউটারে নিলে কিছুটা সমস্যার পড়তে পারেন.. টেকনিকাল ডিজাইনের প্রথম এটাই বলে আগে নিজের হাতে ডিজাইনের একটা রাফ করে নিয়ে পরে সেটাকে কম্পউটারে নেয়া। তবে আমার মতে এবং আরো বড় বড় জ্ঞানীর চালচলন দেখে আমি মনে করি... যে কোন ডিজাইনেরই প্রথম ভাবে করা ঠিক না... প্রথমত একটা রাফ আগে করে নেয়া সবচেয়ে ভালো ব্যপার...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.