আমাদের কথা খুঁজে নিন

   

এখন সিগারেট বড় তাড়াতাড়ি পোড়ে

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

নজরুল, রবিশংকর এদিকে আর বসে থাকলেন না,কাঁচ হতে যাদের জন্ম, তারা কিছু ঘাম হলেন। কম্পাসের কাঁটায় পাতা ফুটো হলে তার মোটা কানের লতির মত, তাল পাতারা সব পাখা হয়ে যায়। হাওয়া দিলে জিপো। দিল্লী পুলিশ শুষে নেয় সব রস, রাত দুটো, মোম আর কেকের মত সিগারেট কেবল পোড়ে পকেটের ভেতর।

বড় তাড়া। ফস ফস সাফেল হচ্ছে তাস। চলন্ত বাস থেকে ছুড়ে দেওয়া পয়সা কোথায় গিয়ে পড়ে কে জানে? আর জলতলে পয়সা পড়ে ডুবে যেতে থাকে, প্রবল ঠান্ডা পড়ে। নো স্মোকিং টিং টিং বাতি, কাটাচিহ্ন,শিলাজিতের মিউজিক ভিডিওর মত ধোঁয়া, কড়ি কাঠে দুলে ওঠা চাইনিজ ল্যামপ। আমি এইসব দেখি, পায়ের ছাপের মত শ্বেত পাথার ফলকে ঢেকে গেল তারাপিঠ আর মাঠেতে কচু পাতায় অজস্র ফড়িং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।