আমাদের কথা খুঁজে নিন

   

প্প্ব্লপ্প্ম প্প্ম্বপ্প্বজ্জ..........

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

এক বুয়া ছুঁটিতে,আরেকজন বিদায়........... নাজমা নামের মেয়েটার অসুখ হয়েছিল তাই দেশে চলে গিয়েছি....... খুবই বিরক্ত লাগছে.......... কাল মরেশেদের মাকে ফোন করে জলদি বুয়া দিতে বললাম....... এই বুয়ার আবার ৩টা নাম্বার..... তিনটা নাম্বারই আমাকে ফোন করেত হলো.........বুয়াদের ফোন করার একটা অসুবিধা হচ্ছে ,এদের কাছে ফোন করলে বিল বেশী উঠে.....কথা বুঝতে বা কথা বলতে সময় নেয় তারপরও অনেক ভাল বাসায় বসে বুয়া খুঁজবার দায়িত্ব সহজের তাদের দেওয়া যায়....... অবশ্য বুয়া নিয়ে চিন্তা করার জন্য মহিলারা আছেন.... আমি তো এখনো খুকি...... তবে আমি যেমন আব্বুর ব্যবসায়ের ব্যাপার যেমন শুনি তেমন আম্মুর বুয়ার প‌্যাচালও শুনতে হয়.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।