আমাদের কথা খুঁজে নিন

   

‘ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা বিদ্বেষপ্রসূত নয়’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “আইনকে নিজের পথে চলতে দিতে হবে। অযথা কাউকে হয়রানি করা সরকারের উদ্দেশ্য নয়। কারো বিরুদ্ধে সরকারের কোনো বিদ্বেষ নেই। ড. ইউনূস থেকে শুরু করে ব্যবসায়ী সংগঠনের ছোট বড় যে নেতাই হোন না কেন, আইন সবার ক্ষেত্রে সমভাবে প্রয়োগ হবে।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রতিবেদনে ড. ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আয়কর অব্যাহতি নেয়ার কথা বলা হয়।

পরে এই নোবেল বিজয়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।
বিএনপিসহ নাগরিক সমাজের একটি অংশ বলছে, সরকারের এই পদক্ষেপ মুহাম্মদ ইউনূসের প্রতি বিদ্বেষ প্রসূত।
এ বিষয়ে কামরুল ইসলাম বলেন, “কারো বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়ে থাকলে তা আইন ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নিয়েছে। ”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ওই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে আইন প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে চাইলে বিএনপি আসতে পারে।

তবে তত্ত্বাবধায়ক নিয়ে কোনো আলোচনা হবে না। তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিকতা শেষ হয়েছে। তাই অযৌক্তিক দাবির কাছে সরকার মাথা নত করবে না।
“সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বিদেশি বন্ধু যে যাই বলুন না কেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।