আমাদের কথা খুঁজে নিন

   

‌'গণি'দের শুঁলে চড়ানো উচিত



নামের সঙ্গে তার অভ্যাসের মিল আছে। তিনি হয়তো টাকা গুনতে পছন্দ করতেন। তাই তার নাম রাখা হয়েছে ওসমান গণি। আর আরও অদ্ভূত শখ ছিল। তিনি টাকার বালিশে ঘুমাতেন, টাকার তোশকে গা এলিয়ে দিতেন।

অামাদের গরীব দেশের এক সরকারি কর্মকর্তার কী অদ্ভূত ঘোড়া রোগ। দেশে খুঁজলে তার মতো আরও অনেক 'গণি' পাওয়া যাবে। যারা ছোট্ট এদেশের মানুষের সম্পদ লুট করে 'বড়'লোক হয়েছেন। আমরা তাদের ধিক্কার জানাই। কিন্তু একজন গণির শান্তি হলেই কী সমাজ থেকে দুর্নীতি, লুটপাট, সরকারি সম্পদ চুরি বন্ধ হবে।

গত কয়েক মাস ধরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধূরী বিভিন্ন জেলা সফর করে বলছেন, এসব সভা-সমাবেশ করে দেশ থেকে দুর্নীতি দূর হবে না। তৃণমূল পর্যায় থেকে দুর্নীতি দূর করতে হবে। দুর্নীতি দমনের চেয়ে দুর্নীতি প্রতিরোধ করা ভাল। এখন আমার প্রশ্ন, দুর্নীতি নামক এ রোগের প্রতিরোধ আমরা করবো কীভাবে? আমার প্রস্তাব হলো দেশে নতুন আর কোন গণি তৈরি হওয়ার আগে বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যাদের নামে পত্রপত্রিকায় দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়েছে, তাদের সম্পদের অনুসন্ধান করা।

গ্রাম, ইউনিয়ন, জেলা, বিভাগ এমনটি দেশে যারা দুর্নীতিবাজ চিহ্নিত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। পাশাপাশি সব সরকারি কর্মকর্তা-কর্মচারির সম্পদের হিসাব চাইতে হবে। সেটা সরকারি অফিসের ঝাড়–দাড় থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত। কার কতটুকু সম্পদ আছে, তার হিসাব দিতে হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি নাগরিকের সম্পদের হিসাব চাইতে হবে।

এসব সম্পদ অনুসন্ধানে খোঁজ পাওয়া যাবে, বেনামে তৈরি করা বহু সম্পদের। সেগুলো বাজেয়াপ্ত করে, দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশে থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হবে। একজন দরকার হবে একটি কেন্দ্রীয় তথ্যকেন্দ্র, যাতে জমা থাকবে দেশের প্রতিটি নাগরিকের সব তথ্য। একটি শিশু জন্ম নেওয়ার পরই তার সব কিছু সেখানে জমা থাকবে।

তার নামে বরাদ্দ হয়ে যাবে একটি ইউনিক নম্বর। এরপর স্কুলে ভর্তি হতে, ড্রাইভিং লাইসেন্স পেতে, ব্যাংকে হিসাব খুলতে ওই ইউনিক নম্বরের পরিচয়পত্র থাকতে হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।