আমাদের কথা খুঁজে নিন

   

ধুসর গোধূলীর লেখা কেমন লাগে? (১৩)

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।

সামহোয়্যার ইন লেখালেখির দিক দিয়ে জার্মান প্রবাসীদের কাছে অনেক ঋনী। জার্মান প্রবাসী ধুসর গোধূলী তাদের একজন। তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সবার শালীর দিকে লোলুপ দৃষ্টি বাড়িয়ে দেয়া। ঠাট্টা বাদ দিয়ে যদি বলি, তাহলে তার লেখার প্রশংসা করতেই হয়। আমাদের প্রচুর দিয়েছেন তিনি।

এর মাঝে হাজার দুয়ারীর সাথে যুক্ত হয়ে বাংলা লেখালেখি জগতে আরেকটি মাত্রা এনেছেন। কেমন লাগে ধুসর গোধূলীর লেখা? কোন লেখাটি পড়ে হাসতে হাসতে গড়াগড়ি দিয়েছেন? বেশী শালী শালী করে বলে মনে হয়? আর কোন দিকে তিনি লেখার হাত বাড়াতে পারেন বলে মনে করেন? হিউমারের মোড়কে চমক পেয়েছেন কখনও? ভবিষ্যতে কি করতে পারবেন বলে মনে করেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।