আমাদের কথা খুঁজে নিন

   

ফাটাফাটি সারফেস কম্পিউটিং সাথে অল থিংস ডিজিটাল



নব্বইয়ের শুরু কিংবা মাঝামাঝির কথা, কম্পিউটার নামের এক মহা জিনিষের সাথে বিন্দু বিন্দু করে পরিচয় হচ্ছে। এইটুকু আবিষ্কার করতে পেরেছি যে গেমটেম খেলার জন্য এক ফাসকেলাশ জিনিষ। তারপরে যতই দিন গেছে প্রতিবারেই নতুন বিস্ময় নিয়ে হাজির হয়েছে। কিছু সময় যাবার পরে দেখা গেল সেই ঘুরে ফিরে একই জিনিষ, সেই মেনু, আইকন, ক্লিক, ফোল্ডার, ফাইল, মাউস আর কীবোর্ড। ফলে নিজের কম্পিউটারে জগৎ থেকে ওয়াও ফ্যাক্টরটা চলে গেছে।

তবুও কিছুদিন পরে পরেই দেখা যায় আবার চমকে দেয়ার মত কিছু সামনে চলে এসেছে। তবে আগের মত এত ফ্রিকুয়েন্ট আর না। এই সপ্তাহে হটাত যা দেখলাম তাতে অনেক দিন পরে আবার বেশ মুগ্ধতা নিয়ে কম্পিউটারের জগতটাকে দেখলাম। মাউস আউট, কীবোর্ড আউট, মানু ফাইল ফোল্ডার সব আউট। শুধু একটা টেবিল যেটার মাঝে দেখা যায় স্বপ্নপূরী।

মাইক্রোসফটের কম্পিউটিং ভবিষ্যত। সারফেস কম্পিউটিং। যাদের ব্রডব্যান্ড নাই তাদেরকে বলে লাভ নাই। আর যাদের আছে তারা অনেকেই হয়ত দেখে ফেলেছেন। তবুও আরেকবার ওয়াও ব্লার জন্য ঘুরে আসেন।

সারফেস কম্পিউটিং (যদিও কাছাকাছি ধরণের টেকনলজি নিয়ে অনেকদিন ধরেই অনেকে কাজ করছেন, বেশ কয়েকটা ইম্প্রেসিভ ডেমোও দখেছি আগে, কিন্তু যেহেতু মাইক্রোসফট তাই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আর বেশ প্রোফেশনালি বিল্ট) মাইক্রোসফট-এপল, ম্যাক-পিসি, উইন-ওস ১০, যুন-আইপড, গেটস-জবস আর কত বলব। টেক ইন্ডাস্ট্রির সফলতম দুই নায়ক, একই সাথে বন্ধু এবং শত্রু, খেলোয়াড় আর পার্টনার। দুই মহালিজেন্ডকে একসাথে করা গেছিল অনীঈএক দিন পরে অল থিংস ডিজিটাল কনফারেন্সে। কিন গুনছিলাম ইন্টারভিউটা কোনরকমে দেখা যায় কিনা তার জন্য। আজকে দেখি কনফারেন্সের উদ্যোক্তারাই প্রায় এক ঘন্টাব্যাপি সাক্ষাতকারটি ভেঙ্গে ভেঙ্গে নিজেদের সাইটে তুলে দিয়েছেন।

টেকি আর গীকদের জন্য মাস্ট সি। মিস কইরেন না। গেটস-জবস ইন্টারভিউ *** ভাবসিলাম মাসখানেক ব্লগামু না... মাগার সারফেস দেইখাই আঙ্গুল চুলকাইতে লাগলো। দুই লাইন লিখা ফেললাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।