আমাদের কথা খুঁজে নিন

   

হায় রে বাঙ্গালী...

বাংলাদেশি প্রবীণদের আরো বেশি করে কার্টুন দেখা উচিত

মনের দুঃখ থেকেই এটি লেখা। বাঙ্গালী জাতি। শব্দটি একটি গালি হিসেবেও ব্যবহ্রিত হয়। এর পিছনে কারনও রেয়ছে। বাঙ্গালী জাতির উন্নতিও যে কবে হবে তাও আমাদের জানা নেই।

বাঙ্গালী জাতির উন্নতি না হওয়ার পিছনে যে সব কারন তা হলঃ ১। নিজ জাতিকে জাতির নামে গালি দেওয়া। ২। অপরকে ভাল বলতে না পারা। ৩।

"আমি সব জানি" এটি মনে করা। ৪। সব কিছুকে তুচ্ছ মনে করা। ৫। সাহায্যর হাত বাড়িয়ে না দেওয়া।

৬। দুরনিতি ছাড়তে না পারা। ৭। মানুষকে হেও করা। এ সব কিছুই আমার একান্ত ধারনা।

কিন্তু ১% হলেও সত্য। আমি গত কাল একটি ওয়েব সাইট প্রকাশ করলাম সকলের কাছে সেটির উন্নতি সাধনের জন্য টিপস চাইলাম। কিন্তু আধিকাংশই তা নিয়ে তামাশা করল। কিন্তু আমি একি রকম লেখা একটি বিদেশী ফোরাম এ লিখি। ফলশ্রতিতে সকলেই আমাকে বিভিন্ন টিপস দেয়।

আমি নতুন ধারনাও পাই। দুঃখের বিষয় যে আমি আমার নিজ মানুষের কাছ থেকে হেল্প পাই নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।