আমাদের কথা খুঁজে নিন

   

এক নজরে বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী

চেনা দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসি মুখ এক নজরে বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার হিসেবে ৩০ এপ্রিল মঙ্গলবার শপথ নিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। একনজরে নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সম্পর্কে জেনে নেওয়া যাক --- জন্ম : ড. শিরীন শারমীন চৌধুরী ১৯৬৬ সালের ৬ অক্টোবর নোয়াখালীর জেলার চাটখিলে জন্মগ্রহণ করেন। বাবা : শিরীন শারমীন চৌধুরীর বাবা নোয়াখালীর জেলার চাটখিলের বিশিষ্ট ব্যক্তিত্ব রফিকুল্লাহ চৌধুরী ছিলেন জাঁদরেল সিএসপি অফিসার। বাংলাদেশ সরকারের সচিব ছিলেন তিনি।

মা : মা প্রফেসর নাইয়ার সুলতানা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন। পড়াশোনা : ড. শিরীন শারমিন চৌধুরী ছাত্রজীবনে একজন মেধাবি ছাত্রী ছিলেন। তিনি ১৯৮৩ সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান, ১৯৮৫ সালে এইচএসসি একই বোর্ডে মানবিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এ ফাস্ট ক্লাস ফাস্ট হন। ২০০০ সালে তিনি ইউকে থেকে ইউনির্ভাসিটি অব এসেক্স থেকে আইনে পিএইচডি লাভ করেন।

পেশাজীবন : এলএলএম পাশ করার পর ড. শিরীন শারমিন চৌধুরী ১৯৯২ সালেই বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেন। তিনি মানুষের সাংবিধানিক বিভিন্ন বিষয়ে সঙ্গে কাজ করেছেন। ২০০৮ সালে শেখ হাসিনার মুক্তির জন্য গঠিত প্যানেল আইনজীবী হিসেবে তিনি কাজ করেছেন। জড়িত ছিলেন দেশে-বিদেশে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানের সঙ্গে । বহু জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সেমিনার সম্পর্কিত মানবাধিকার বিষয়গুলির উপর সেমিনারে অংশ নিয়েছেন।

তার মধ্যে ছিল দক্ষিণ এশিয়ার দারিদ্র দূরীকরণ উল্লেখযোগ্য। রাজনীতি : আইনজীবী হিসেবে পেশাজীবন শুরুর পর পরই ড. শারমীন আওয়ামী লীগে রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়ে ড. শিরীন শারমিন চৌধুরী ইতিহাসে নাম লিখিয়েছেন। পরিবার : ফার্মাসিউটিক্যাল কনসাল্ট্যান্ট সৈয়দ ইশতিয়াক হোসেনের সাথে ড. শিরীন শারমিন চৌধুরীর বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।