আমাদের কথা খুঁজে নিন

   

কেন একদিন... এক কল্পনায়....

আকাশ ভরা স্বপ্ন সাথে

আজ যে তোমার সাথে এভাবে দেখা হবে,আমি ভাবতেও পারিনি। মনটা খারাপ ছিল আমার, কিন্তু তোমার দেখা পেয়ে অদ্ভুত পরিবর্তনের দোলায় আবর্তিত হলাম আমি। তোমার প্রশ্নের জবাবে বরাবরের মত জানালাম এবারও কোন কারন ছাড়াই মন খারাপ। যখনই দেখলাম আমার কষ্ট শেয়ার করতে গিয়ে তোমার মনটাও খারাপ হয়ে যাচ্ছে, তখনই প্রসঙ্গ পল্টালাম। "আচ্ছা, তোমাকে না এই নীল থ্রি-পিসটাতে দারুন মানিয়েছে" বললাম আমি।

"কেন?" "আকাশের দিকে তাকিয়ে দেখ; নিষ্কলঙ্ক নীল আকাশ। এর সাথে তোমার হালকা নীল রংয়ের ড্রেসটা, তোমাকে করে দিয়েছে প্রকৃতির সাথে একাকার। " "হ্যা,বেদনার নীলের সাথেও আমি একাকার। " নিশ্চুপ আমি চোখ রাখলাম তোমার চোখে। আসলেই তোমাকে সুন্দর দেখাচ্ছে।

আলতো করে হাত রাখলে আমার হাতে। বললে-"হাটবে?" সাড়া দিলাম তোমার প্রস্তাবে। উঠে দাঁড়ালাম। পাহাড়ি-পিচঢালা নির্জন রাস্তা দিয়ে হাটতে গিয়ে মনটা ভাল হয়ে গেল। তোমার চোখে স্পষ্ট দেখতে পেলাম দিগন্ত পর্যন্ত হেঁটে যাবার উত্সাহ।

'বৃষ্টি' নামটার কারন জানতে চাইলে তুমি। উত্তরে জানালাম,"যখন তুমি কাছে থাক না, প্রতিটি বৃষ্টির ফোটায় আমি হৃদয় দিয়ে অনুভব করি তোমার স্পর্শ। আকাশের দিকে তাকাই, আমি যেন স্পষ্ট দেখতে পাই মেঘের আড়ালে তোমার হাসি। যখন আমার কষ্টের চোখের নোনা জল ধূয়ে দেয় প্রতিটি বৃষ্টির ফোটা,আমার মনে হয় যেন তুমিই হাত দিয়ে মুছে দিচ্ছ; কি হাস্যকর, না?" ***জান বৃষ্টি, আমি তোমাকে কখনও কাঁদতে দেখিনি। আমার খুব ইচ্ছে, নিজ হাতে তোমার অশ্রুজল একদিন মুছিয়ে দিব।

আচ্ছা বৃষ্টি, তুমি কি আমার সামনে একদিন আনন্দ অশ্রু ফেলবে????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।